গোলের পর রোনাল্ডোর উচ্ছ্বাস। ছবি: রয়টার্স।
বিশ্বকাপের টিকিট পেয়ে গেল আরও তিনটি দেশ। মঙ্গলবার রাতে যোগ্যতা অর্জন করেছে ইংল্যান্ড, কাতার এবং সৌদি আরব। তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জোড়া গোল করলেও অপেক্ষায় থাকতে হচ্ছে পর্তুগালকে। আর এক পয়েন্ট চাই তাদের। এ দিকে, প্রদর্শনী ম্যাচে গোল না পেলেও জোড়া অ্যাসিস্ট লিয়োনেল মেসির। আর্জেন্টিনা জিতল ৬-০ গোলে।
হ্যারির জোড়া গোল
গ্রুপ কে-তে নিজেদের নিখুঁত রেকর্ড বজায় রাখল ইংল্যান্ড। টানা ছ’টি ম্যাচ জিতেছে তারা। মঙ্গলবার লাটভিয়াকে হারিয়েছে ৫-০ গোলে। ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে তারা। দুই ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপের টিকিট অর্জন করে ফেলেছে। মঙ্গলবার ইংল্যান্ডকে এগিয়ে দিয়েছিলেন অ্যান্টনি গর্ডন। এর পর হ্যারি কেন জোড়া গোল করেন, যার একটি পেনাল্টি থেকে। চলতি মরসুমে ক্লাব এবং দেশ মিলিয়ে ১৩ ম্যাচে ২১ গোল হয়ে গেল তাঁর। ম্যাক্সিমাস টোনিসেভস আত্মঘাতী গোল করার পর ইংল্যান্ডের পঞ্চম গোল এবেরেচি ইজের।
রোনাল্ডোর রেকর্ডেও ড্র পর্তুগালের
গ্রুপ এফ-এ পর্তুগাল ২-২ ড্র করেছে হাঙ্গেরির বিরুদ্ধে। আতিলা জ়ালাইয়ের হেড থেকে এগিয়ে গিয়েছিল হাঙ্গেরি। রোনাল্ডো সমতা ফেরান। পরে আরও একটি গোল করে এগিয়ে দেন পর্তুগালকে। তবে শেষ দিকে আরও একটি গোল করে ড্র করে হাঙ্গেরি। রোনাল্ডো অবশ্য বিশ্বরেকর্ড গড়েছেন। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে এখন সবচেয়ে বেশি গোল তাঁর। ৫১ ম্যাচে ৪১ গোল হয়ে গেল। টপকে গেলেন গুয়াতেমালার কার্লোস রুইজ়কে, যাঁর ৪৭ ম্যাচে ৩৯ গোল রয়েছে। তৃতীয় স্থানে মেসি। তিনি ৭২টি ম্যাচে ৩৬টি গোল করেছেন।
কাতার, সৌদি আরব বিশ্বকাপে
এক দেশ গত বারের বিশ্বকাপের আয়োজক, অপর দেশ নয় বছর পর বিশ্বকাপ আয়োজন করবে। সেই কাতার এবং সৌদি আরব দুই দেশই আমেরিকায় হতে চলা বিশ্বকাপে জায়গা করে নিল। মঙ্গলবার কাতার ২-১ গোলে হারিয়েছে আমিরশাহিকে। অন্য দিকে, সৌদি আরব ০-০ ড্র করেছে ইরাকের সঙ্গে। এই প্রথম বার কাতার যোগ্যতা অর্জন পর্ব খেলে বিশ্বকাপের টিকিট পেল। গত বার খেলেছিল আয়োজক হিসাবে। সৌদি আরব সপ্তম বার বিশ্বকাপের টিকিট পেল।
ইটালির ম্যাচে ঝামেলা, জয়ী স্পেন
ইটালির সঙ্গে ইজ়রায়েলের ম্যাচ ছিল উদিনেতে। সেখানে প্যালেস্তিনীয় প্রতিবাদীদের সঙ্গে ঝামেলা লাগল পুলিশের। তবে হতাহতের খবর মেলেনি। ইটালি জিতেছে ৩-০ গোলে। মাতেয়ো রেতেগুই জোড়া গোল করেছেন। একটি গোল জিয়ানলুকা মানচিনির। ইটালি দ্বিতীয় স্থানে শেষ করতে পারে। সে ক্ষেত্রে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে গেলে প্লে-অফে জিততে হবে তাদের। অন্য ম্যাচে, স্পেন ৪-০ হারিয়েছে বুলগেরিয়াকে। মিকেল মেরিনো দু’টি গোল করেছেন। একটি গোল মিকেল ওয়ারজ়াবালের। অপরটি আটানাস চেরনেভের আত্মঘাতী।
গোল না করেও মেসির রেকর্ড
লাতিন আমেরিকার যোগ্যতা অর্জন পর্ব শেষ হয়ে গিয়েছে। তাই সেই মহাদেশের দলগুলি এখন প্রদর্শনী ম্যাচ খেলছে। আগের দিন জাপানের কাছে হেরেছিল ব্রাজিল। তবে মঙ্গলবার পুয়ের্তো রিকোকে ৬-০ গোলে হারিয়ে দিয়েছে আর্জেন্টিনা। দু’টি অ্যাসিস্ট করেছেন মেসি। গঞ্জালো মন্তিয়েল এবং লাউতারো মার্তিনেসকে দিয়ে গোল করিয়েছেন মেসি। দু’টি গোল করেছেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও লাউতারো। একটি গোল আত্মঘাতী। এত দিন আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি অ্যাসিস্টের নজির ছিল নেমারের (৫৯)। তা টপকে গিয়েছেন মেসি।
কেন হারল ব্রাজিল?
জাপানের কাছে ব্রাজিলের হারকে অনেকেই অঘটন হিসাবে দেখছেন। কোচ কার্লো আনচেলোত্তিও খুশি নন। তিনি বলেছেন, “প্রথম গোলের সময় ব্রুনো ভুল করেছে। তার আগে পর্যন্ত সব আমাদের নিয়ন্ত্রণে ছিল। ওই ঘটনার পর দল মানসিক ভাবে ভেঙে পড়ে। এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। দ্বিতীয়ার্ধে খুব খারাপ খেলিনি। কিন্তু ওই একটা ভুল খেলোয়াড়দের উপর প্রভাব ফেলেছে।”