Chelsea FC

নতুন বছরের প্রথম কোচ ছাঁটাই! পয়লা জানুয়ারিই সিদ্ধান্ত জানিয়ে দিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি

গত কয়েক দিন ধরেই মারেসকাকে নিয়ে জল্পনা চলছিল। শেষ দু’দিনে সেই জল্পনা আরও দানা বাঁধে। শেষ পর্যন্ত ইটালীয় কোচকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল ক্লাব। নতুন কোচ খোঁজার কাজ চেলসি শুরুও করে দিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ১৮:৪২
Share:

চেলসির বিদায়ী কোচ এনজ়ো মারেসকা। —ফাইল চিত্র

নতুন বছরের প্রথম দিনই কড়া সিদ্ধান্তটা নিয়ে ফেলল চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাব ছেঁটে ফেলল কোচ এনজ়ো মারেসকাকে। বৃহস্পতিবার এক বিবৃতিতে চেলসি এই কথা জানিয়ে দিয়েছে।

Advertisement

মারেসকার প্রশিক্ষণে উয়েফা কনফারেন্স লিগ এবং ক্লাব বিশ্বকাপে চেলসির সাফল্যের কথা তুলে ধরে ক্লাব জানিয়েছে, ‘‘ভবিষ্যতের কথা ভেবে এবং চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করার লক্ষ্যে চেলসি এবং মারেসকা উভয় পক্ষই মনে করছে, পরিবর্তন দরকার।’’

গত কয়েক দিন ধরেই মারেসকাকে নিয়ে জল্পনা চলছিল। শেষ দু’দিনে সেই জল্পনা আরও দানা বাঁধে। শেষ পর্যন্ত ইটালীয় কোচকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল ক্লাব। নতুন কোচ খোঁজার কাজ চেলসি শুরুও করে দিয়েছে। দৌড়ে এগিয়ে স্ট্রাসবুর্গের কোচ লিয়াম রোজেনির।

Advertisement

ইপিএলে চেলসি গত কয়েকটি ম্যাচে একেবারেই ভাল খেলতে পারেনি। শেষ পাঁচ ম্যাচে জিতেছে মাত্র একটি। ১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তারা পঞ্চম স্থানে। একই পয়েন্ট নিয়ে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। মাত্র ২ পয়েন্ট পিছনে রয়েছে সান্ডারল্যান্ড এবং এভার্টন। ফলে যেকোনও সময়ে আরও নীচে নেমে যেতে পারে চেলসি।

এর সঙ্গে যোগ হয়েছে ক্লাবকর্তাদের সঙ্গে মতানৈক্য। লিডস ইউনাইটেডের কাছে ৩–১ ব্যাবধানে হারের পর মারেসকা বলে বসেন, এই ম্যাচে অনেকেই তাঁদের সমর্থন করেননি! এতেই আগুনে ঘি পড়ে। তখনই মোটামুটি নিশ্চিত হয়ে যায়, তাঁকে আর রাখবে না ক্লাব। তিনিও বুঝিয়ে দেন, চেলসি ছাড়তে পারলেই তিনি খুশি হবেন।

নাটকের এখানেই শেষ নয়। বোর্নমাউথের সঙ্গে চেলসি ড্র করার পর মারেসকা সাংবাদিক সম্মেলনেই আসেননি। চেলসির পক্ষ থেকে পাঠানো হয় সহকারী কোচ উইলি কাবালেরোকে। বলা হয়, মারেসকা অসুস্থ। সেই কারণে সাংবাদিক সম্মেলনে আসতে পারেননি।

নতুন কোচ হওয়ার দৌড়ে রোজেনির ছাড়াও রয়েছেন চেলসিরই প্রাক্তন ফুটবলার সেস ফাব্রেগাস, বোর্নমাউথের কোচ আন্দোনি ইরাওলা এবং বার্সেলোনার জাভি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement