EPL

বৃহস্পতিবার হালান্ড বনাম হ্যারি লড়াই

হ্যারি কেন বলেছেন, ‘‘আমাদের লক্ষ্য লিগ টেবলে প্রথম চারটি দলের মধ্যে জায়গা করে নেওয়া। ফুটবলে ঘুরে দাঁড়ানোই আসল। শেষ পর্যন্ত লড়াই করতে পারি, তা প্রমাণ করতে চাই।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৩ ০৮:৩৮
Share:

যুযুধান: ঘুরে দাঁড়ানোর পরীক্ষা আজ হালান্ডদের। ফাইল চিত্র

জন্মদিনেও পেপ গুয়ার্দিওলার মনে স্বস্তি নেই। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে হারের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি। এই পরিস্থিতিতে আজ, বৃহস্পতিবার ঘরের মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে হবে হ্যারি কেন, রিচার্লিসনদের টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে।

Advertisement

১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ইপিএলের টেবলের শীর্ষ স্থানেই রয়েছে আর্সেনাল। আগের ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হারিয়ে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনার সুযোগ ছিল আর্লিং হালান্ডদের সামনে। কিন্তু মার্কাস র‌্যাশফোর্ডরা ২-১ গোলে জিতে ম্যান সিটির ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলতে শুরু করেছেন। ১৮ ম্যাচে পেপ-এর দলের অর্জিত পয়েন্ট ৩৯। সমসংখ্যক ম্যাচ খেলে ম্যান ইউয়ের সংগ্রহে ৩৮ পয়েন্ট। যা চিন্তা বাড়াচ্ছে গুয়ার্দিওলার।

তবে ফুটবলারদের তিনি বেশি ভাবতে বারণ করে দিয়েছেন। বলেছেন, ‘‘টেবলের শীর্ষ স্থানে থাকা আর্সেনাল যোগ্য দল হিসেবেই আমাদের চেয়ে আট পয়েন্ট এগিয়ে রয়েছে। কোনও দলের চেয়ে যখনই পিছিয়ে থাকি, ফুটবলারদের বলি এই নিয়ে না ভাবতে। ম্যাঞ্চেস্টার ডার্বির পরেই ছেলেদের বলেছি টটেনহ্যামে ম্যাচে মনঃসংযোগ করতে।’’ তিনি আরও বলেছেন, ‘‘ওরা যে আমাদের চেয়ে ভাল খেলছে তা প্রমাণিত। তবে আর্সেনালের এখনও অনেক ম্যাচ বাকি রয়েছে। আমি শুধু এই ম্যাচটা নিয়েই ভাবতে চাই। অতীতেও একাধিক বার আমরা এ রকম পরিস্থিতির সম্মুখীন হয়েছি।’’ আর্সেনালের কাছে ০-২ গোলে টটেনহ্যাম হারলেও ম্যান সিটি ম্যানেজার সতর্ক। তাঁর অস্বস্তি আরও বাড়িয়েছেন আন্তোনিয়ো কন্তে। টটেনহ্যাম ম্যানেজার সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘‘টটেনহ্যাম দলে একাধিক অসাধারণ ফুটবলার রয়েছে। ওরাই হ্যারি কেনকে বল দেবে।’’ হ্যারি কেনও হুঙ্কার দিয়েছেন। বলেছেন, ‘‘হারের যন্ত্রণাই আমাকে উজ্জীবিত করছে ভাল খেলতে। ওদের হারিয়ে জয়ের সরণিতে ফিরতে মরিয়া আমরা।’’ যোগ করেছেন, ‘‘আমাদের দলের প্রত্যেকে মরিয়া জয়ের জন্য। আমার লক্ষ্য গোল করে সব সংবাদের শিরোনাম হওয়াও।’’

Advertisement

১৯ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ইপিএল টেবলে পঞ্চম স্থানে রয়েছে টটেনহ্যাম। হ্যারি কেন বলেছেন, ‘‘আমাদের লক্ষ্য লিগ টেবলে প্রথম চারটি দলের মধ্যে জায়গা করে নেওয়া। ফুটবলে ঘুরে দাঁড়ানোই আসল। শেষ পর্যন্ত লড়াই করতে পারি, তা প্রমাণ করতে চাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন