Nico Williams

স্পেনীয় ফুটবলারকে সই করানো নিয়ে ‘যুদ্ধ’ স্পেনেরই দুই ক্লাবের, বার্সেলোনায় খেলতে পারবেন নিকো?

নিকো উইলিয়ামসকে নিয়ে বার্সেলোনার সঙ্গে অ্যাথলেটিক ক্লাবের মনোমালিন্য চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বার্সেলোনার নামে লা লিগার কাছে কার্যত নালিশ ঠুকে দিয়েছে অ্যাথলেটিক। তাদের দাবি, নিকোকে সই করানোর মতো আর্থিক ক্ষমতাই নেই বার্সেলোনার কাছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৫ ১৭:০৯
Share:

নিকো উইলিয়ামস। ছবি: রয়টার্স।

দীর্ঘ দিন ধরেই নিকো উইলিয়ামসকে সই করানোর চেষ্টা চালাচ্ছে বার্সেলোনা। সম্প্রতি তাদের সঙ্গে অ্যাথলেটিক বিলবাও ক্লাবের মনোমালিন্য চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বার্সেলোনার নামে লা লিগার কাছে কার্যত নালিশ ঠুকে দিয়েছে অ্যাথলেটিক বিলবাও। তাদের দাবি, নিকোকে সই করানোর মতো আর্থিক ক্ষমতাই নেই বার্সেলোনার কাছে।

Advertisement

স্পেনের হয়ে ইউরো কাপ এবং নেশন্‌স লিগে ভাল খেলেছেন নিকো। তিনি এখন অ্যাথলেটিক ক্লাবে খেলেন। জাতীয় দলের এই খেলোয়াড়কে নিতে মরিয়া বার্সেলোনা। লেমিন ইয়ামালের সঙ্গে নিকোর যে বন্ধুত্ব, তা ক্লাবের জার্সিতেও কাজে লাগাতে চান বার্সেলোনার কর্তারা। তবে ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর ডেকোর একটি মন্তব্যকে ঘিরে বিতর্কের সূত্রপাত।

সম্প্রতি ডেকো একটি সাক্ষাৎকারে জানান, নিকোই না কি বার্সেলোনার সঙ্গে যোগাযোগ করে সেই ক্লাবের হয়ে খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন। এতে চটে যায় অ্যাথলেটিক। তারা লা লিগা এবং স্পেনের ফুটবল সংস্থাকে আর্জি জানায়, নিকোকে সই করানোর মতো আর্থিক ক্ষমতা বার্সেলোনার রয়েছে কি না তা আগে পরীক্ষা করা হোক। বার্সেলোনার সভাপতি জোয়ান লাপোর্তা পাল্টা দিয়ে জানান, অ্যাথলেটিকের উচিত ‘নিজের চরকায় তেল দেওয়া’। বুধবার লা লিগার সভাপতি জেভিয়ার তেবাসের সঙ্গে দেখা করে অ্যাথলেটিকের কর্তারা অনুরোধ করেছেন, বার্সেলোনার আর্থিক ক্ষমতা পরীক্ষা করে দেখা হোক।

Advertisement

গত কয়েক বছর ধরেই আর্থিক সমস্যায় ভুগছে বার্সেলোনা। নতুন খেলোয়াড় বেশি দাম দিয়ে সই করাতে পারছে না। অবস্থা যা, তাতে নতুন কাউকে সই করাতে গেলে সমান দামের কাউকে ছেড়ে দিতে হবে। নিকোকে সই করাতে গেলে বার্সেলোনাকে প্রায় ৭০০ কোটি টাকা খরচ করতে হবে, যা এই মুহূর্তে মুশকিল। এখন দেখার, বিষয়টি কোন দিকে গড়ায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement