Real Madrid and Arsenal

জয়ে ফিরল আর্সেনাল, এমবাপের জোড়া গোলে জিতে বার্সার উপর চাপ বাড়াল রিয়াল মাদ্রিদ

আগের ম্যাচে পয়েন্ট নষ্ট করেছিল আর্সেনাল ও রিয়াল মাদ্রিদ। দুই দলই জয়ে ফিরল। অন্য দিকে পয়েন্ট নষ্ট করল চেলসি ও লিভারপুল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ১৪:০০
Share:

কিলিয়ান এমবাপে। —ফাইল চিত্র।

জয়ে ফিরল আর্সেনাল ও রিয়াল মাদ্রিদ। আগের ম্যাচে দু’দলই পয়েন্ট নষ্ট করেছিল। কিন্তু শেষ ম্যাচে পুরনো ছন্দে দেখা গিয়েছে তাদের। প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। অ্যাথলেটিক ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপে।

Advertisement

ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে ১১ মিনিটের মাথায় গোল করেন মিকেল মেরিনো। আগের ম্যাচে চেলসির বিরুদ্ধে ড্র করেছিল আর্সেনাল। সেই ম্যাচেও আর্সেনালের হয়ে গোল করেছিলেন মেরিনো। দ্বিতীয় গোল পেতে অবশ্য গোটা ম্যাচ অপেক্ষা করতে হয় তাদের। সংযুক্তি সময়ে বুকায়ো সাকা দলের দ্বিতীয় গোল করেন।

আর্সেনাল জিতলেও পয়েন্ট নষ্ট করেছে লিভারপুল ও চেলসি। আগের ম্যাচে জিতেছিল লিভারপুল। কিন্তু সান্ডারল্যান্ডের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে তারা। ১০ জনের চেলসি আর্সেনালকে আটকে দিলেও লিডস ইউনাইটেডের কাছে ১-৩ গোলে হেরেছে।

Advertisement

পয়েন্ট তালিকায় শীর্ষে আর্সেনাল। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ৩৩। দ্বিতীয় স্থানে ম্যাঞ্চেস্টার সিটি। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ২৮। তিন নম্বরে থাকা অ্যাস্টন ভিলার পয়েন্ট ১৪ ম্যাচে ২৭।

আগের ম্যাচে অবনমনের লড়াইয়ে থাকা জিরোনার বিরুদ্ধে ড্র করেছিল রিয়াল। এ বার অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে জয়ে ফিরেছে তারা। রিয়ালের হয়ে ৭ ও ৫৯ মিনিটে গোল করেন এমবাপে। দলের তৃতীয় গোল কামাভিঙ্গার।

বার্সেলোনাও অবশ্য তাদের ম্যাচ জিতেছে। আতলেতিকো মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়েছে তারা। অ্যালেক্স বায়েনার গোলে ১৯ মিনিটের মাথায় এগিয়ে গিয়েছিল আতলেতিকো। প্রথমার্ধে ২৬ মিনিটে সমতা ফেরান রাফিনহা। দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে দ্বিতীয় গোল করেন ড্যানি অলমো। সংযুক্তি সময়ে ফেরান টোরেস করেন তৃতীয় গোল।

লা লিগার শীর্ষে আপাতত রয়েছে বার্সা। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ৩৭। বার্সার ঘাড়ের কাছে রয়েছে রিয়াল। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট এমবাপেদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement