Cristiano Ronaldo in Al Nassr

১৩-র গেরোয় রোনাল্ডো! সৌদির ক্লাবের হয়ে ট্রফিহীন সিআর৭, এ বার হার প্রাক্তন সতীর্থের কাছে

সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে আরও একটি প্রতিযোগিতায় ব্যর্থ হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এখনও ট্রফি জেতা হল না তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৫:৩০
Share:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। —ফাইল চিত্র।

২০২২ সাল থেকে সৌদি আরবের ক্লাব আল নাসেরে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই চার বছরে ১৩টি প্রতিযোগিতায় নেমেছেন তিনি। ১৩টিতেই ব্যর্থ হয়েছেন। সৌদির ক্লাবকে এখনও চ্যাম্পিয়ন করতে পারেননি তিনি। এ বার প্রাক্তন সতীর্থের ক্লাবের কাছে হারতে হয়েছে রোনাল্ডোকে।

Advertisement

কিংস কাপ অফ চ্যাম্পিয়ন্সের কোয়ার্টার ফাইনালে আল ইত্তিহাদের কাছে হেরেছে আল নাসের। ইত্তিহাদের অধিনায়ক করিম বেঞ্জেমা। রিয়াল মাদ্রিদের হয়ে বেঞ্জেমা ও রোনাল্ডো একসঙ্গে খেলতেন। এখন তাঁরা আলাদা দলে। খেলার ১৫ মিনিটের মাথায় ইত্তিহাদকে এগিয়ে দেন বেঞ্জেমা। ৩০ মিনিটের মাথায় রোনাল্ডোর ক্রস থেকে সমতা ফেরান অ্যাঞ্জেলো। প্রথমার্ধের সংযুক্তি সময়ে আবার ইত্তিহাদকে এগিয়ে দেন হাওসেম আউয়ার। আর ফিরতে পারেনি আল নাসের। ১-২ গোলে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয় তাদের।

সৌদির ক্লাবে যোগ দেওয়ার পর থেকে রোনাল্ডোর ব্যক্তিগত পারফরম্যান্স খারাপ নয়। কিন্তু দল জিততে পারছে না। এই ক্লাবের হয়ে একটি ট্রফিই জিতেছেন রোনাল্ডো। ২০২৩ সালে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জিতেছিল আল নাসের। তবে সেটি ফিফা অনুমোদিত প্রতিযোগিতা নয়। ফলে তা ধরা হচ্ছে না। বড় প্রতিযোগিতায় এখনও পর্যন্ত ব্যর্থ সিআর৭।

Advertisement

আল নাসেরের হয়ে এখনও পর্যন্ত যে ১৩টি বড় প্রতিযোগিতা রোনাল্ডো খেলেছেন সেগুলি হল— সৌদি প্রো লিগ (২০২২-২৩, ২০২৩-২৪, ২০২৪-২৫) কিংস কাপ (২০২২-২৩, ২০২৩-২৪, ২০২৪-২৫, ২০২৫-২৬), সৌদি সুপার কাপ (২০২২, ২০২৩, ২০২৪, ২০২৫) ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ (২০২৩-২৪, ২০২৪-২৫)। প্রতিটিতেই ব্যর্থ হয়েছে আল নাসের। বার বার হতাশ হতে হয়েছে রোনাল্ডোকে।

তবে চলতি মরসুমে আরও একটি সুযোগ রয়েছে রোনাল্ডোর। সৌদি প্রো লিগের চলতি মরসুমে ছ’টি ম্যাচ খেলে ছ’টিই জিতেছে আল নাসের। পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে তারা। ফলে চলতি মরসুমে অন্তত একটি ট্রফি জেতার সুযোগ পাবেন রোনাল্ডো। তবে লিগের প্রতিযোগিতা লম্বা। এখন দেখার, কত দিন এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন রোনাল্ডোরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement