Lamine Yamal in Barcelona

চুক্তি বাড়ালেন ইয়ামাল, আরও ছ’বছর বার্সেলোনাতেই খেলবেন স্পেনের ‘বিস্ময়’ প্রতিভা

বার্সেলোনা ছাড়ছেন না লামিন ইয়ামাল। অন্তত আরও ছ’বছর সেখানেই খেলবেন তিনি। ২০৩১ সাল পর্যন্ত বার্সার সঙ্গে চুক্তি করেছেন ইয়ামাল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ২২:১৮
Share:

লামিন ইয়ামাল। —ফাইল চিত্র।

‘বিস্ময়’ প্রতিভা বলা হয় তাঁকে। ১৭ বছর বয়সেই লিয়োনেল মেসির সঙ্গে তুলনা শুরু হয়েছে লামিন ইয়ামালের। দু’জনেই বাঁ’পায়ের ফুটবলার হওয়ায় এই তুলনা। এই অল্প সময়ের মধ্যে ক্লাব ফুটবলে লা লিগার পাশাপাশি স্পেনের হয়ে ইউরো কাপ জিতেছেন ইয়ামাল। যে বার্সেলোনা তাঁকে পরিচিতি দিয়েছে সেই ক্লাবেই আরও অন্তত ছ’বছর খেলবেন ইয়ামাল। নতুন চুক্তি করেছেন তিনি।

Advertisement

বার্সেলোনার সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি হয়েছে ইয়ামালের। সমাজমাধ্যমে সে কথা জানিয়েছে স্পেনের ক্লাব। ২০২৬ সালে ইয়ামালের চুক্তি শেষ হওয়ার কথা। তার এক বছর আগেই নতুন চুক্তি করেছে বার্সা। বোঝা যাচ্ছে, কোনও ভাবেই ইয়ামালকে ছাড়তে চায় না তারা।

চলতি মরসুমে স্পেনের ক্লাব ফুটবলে ত্রিমুকুট জিতেছে বার্সেলোনা। লা লিগার পাশাপাশি কোপা ডেল রে ও স্প্যানিশ সুপার কাপও জিতেছে তারা। চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে স্বপ্নভঙ্গ হয়েছে তাদের। এই মরসুমে বার্সার হয়ে ৫৫টা ম্যাচ খেলেছেন ইয়ামাল। ১৮টা গোল করেছেন। ২৫টা করিয়েছেন।

Advertisement

ইয়ামালের প্রধান শক্তি তাঁর ফুটবল মগজ। প্রতিপক্ষ রক্ষণকে একাই ভেঙে ঢুকে যেমন গোল করতে পারেন, তেমনই ডিফেন্স-চেরা পাস দিতে পারেন। এই মরসুমে চারটি এল ক্লাসিকো জিতেছে বার্সা। রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে সেই চারটি ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলেছেন ইয়ামাল। গোল করেছেন। করিয়েওছেন। তার পুরস্কার পেয়েছেন এই তরুণ ফুটবলার।

নতুন কোচ হান্সি ফ্লিকের অধীনে ভাল খেলছে বার্সেলোনা। দলে অনেক তরুণ ফুটবলার রয়েছেন। ২০২৭ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়েছেন ফ্লিকও। অর্থাৎ, আগামী দু’বছর এই ক্লাবেই থাকবেন তিনি। তাঁর অধীনে ইয়ামাল আরও পরিণত হয়ে উঠবেন, এমনটাই আশা বার্সা সমর্থকদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement