ঋষভ পন্থ। —ফাইল চিত্র।
শুরুটা ভাল করলেও শেষটা ভাল করতে পারেনি লখনউ সুপার জায়ান্টস। শেষ ছ’টা ম্যাচের মধ্যে পাঁচটা হেরেছে তারা। প্লে-অফের দৌড় থেকে আগেই বিদায় নিয়েছিল লখনউ। গ্রুপের শেষ ম্যাচ হেরেছে তারা। ঋষভ পন্থের শতরানও দলকে জেতাতে পারেনি। বিদায়বেলায় দল ও সমর্থকদের ফেরার বার্তা দিলেন লখনউয়ের অধিনায়ক পন্থ।
বুধবার সমাজমাধ্যমে পন্থ লেখেন, “চড়াই-উতরাইয়ের মরসুম শেষ হল। অনেক শিক্ষা নিয়ে ফিরছি। ভালবাসা ও সমর্থনের জন্য লখনউ পরিবারকে ধন্যবাদ। শিগগির দেখা হবে।” অর্থাৎ, এ বারের ভুল শুধরে আগামী বছর ফেরার বার্তা দিয়েছেন পন্থ।
চলতি মরসুম ভাল যায়নি পন্থের। ব্যাটে রান ছিল না। তার প্রভাব পড়েছে পন্থের অধিনায়কত্বেও। তবে শেষ ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে রানে ফিরেছেন পন্থ। ৬১ বলে ১১৮ রান করেছেন তিনি। সেই পুরনো পন্থকে দেখা গিয়েছে। তার পরেও গোটা মরসুমে ১৪ ম্যাচে ২৬৯ রান করেছেন তিনি। ২৪.৪৫ গড়ে রান করেছেন আইপিএলের সবচেয়ে দামি (২৭ কোটি) ক্রিকেটার।
পন্থ স্বীকার করে নিয়েছেন, এ বার ভাল খেলতে পারেননি তাঁরা। একটা কারণ হিসাবে দলের চোট-আঘাতের কথা বলেছেন লখনউয়ের অধিনায়ক। পন্থ বলেন, “জিততে গেলে ৪০ ওভার ধরে ভাল ক্রিকেট খেলতে হবে। ২০ ওভার খেললেই শুধু হবে না। প্রতিযোগিতার আগেই অনেকে চোট পেয়েছিল। সেটা গোটা মরসুম ধরে আমাদের সমস্যায় ফেলল।”
এ বার সামনে টেস্ট ক্রিকেট। ইংল্যান্ড সফরে ভারতের সহ-অধিনায়ক করা হয়েছে তাঁকে। পন্থ জানিয়েছেন, আপাতত কয়েক দিন ক্রিকেটের বাইরে থাকবেন। তার পরে ইংল্যান্ড সফরের প্রস্তুতি শুরু করে দেবেন। তবে আইপিএলের শেষ ম্যাচে পন্থ যে ইনিংস খেলেছেন তা ইংল্যান্ড সফরের আগে তাঁর আত্মবিশ্বাস কিছুটা হলেও বাড়াবে।