Lionel Messi in Inter Miami

শেষ পাঁচ ম্যাচে ১০ গোল মেসির! লিয়োর পায়ে মেজর লিগ সকারে এগোচ্ছে ইন্টার মায়ামি

গোলের ধারা অব্যাহত লিয়োনেল মেসির। শেষ পাঁচটা ম্যাচে ১০ গোল করেছেন তিনি। তাঁর পায়ে মেজর লিগ সকারে ক্রমশ উপরে উঠছে ইন্টার মায়ামি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৫ ১৭:৪১
Share:

লিয়োনেল মেসি। —ফাইল চিত্র।

মেজর লিগ সকারে ছন্দে লিয়োনেল মেসি। গোলের ধারা অব্যাহত তাঁর। শেষ পাঁচটা ম্যাচে ১০ গোল করেছেন তিনি। তাঁর পায়ে মেজর লিগ সকারে ক্রমশ উপরে উঠছে ইন্টার মায়ামি।

Advertisement

মেসির জোড়া গোলে নাশভিলকে হারিয়েছে মায়ামি। ম্যাচের ১৭ মিনিটের মাথায় প্রথম গোল করেন মেসি। ফ্রি কিকে দেখা যায় লিয়োর বাঁ’পায়ের জাদু। নাশভিলের গোলরক্ষক জো উইলস বল বাঁচাতে পারেননি। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটে হানি মুখতার নাশভিলের হয়ে সমতা ফেরান। তা অবশ্য বেশি ক্ষণ স্থায়ী হয়নি। ৬২ মিনিটের মাথায় আবার গোল করেন মেসি। নাশভিলের গোলরক্ষক উইলসের ভুল কাজে লাগিয়ে মায়ামিকে এগিয়ে দেন তিনি। নাশভিল আর ফিরতে পারেনি। ২-১ গোলে ম্যাচ জেতে মায়ামি।

মেজর লিগ সকারে মেসিই একমাত্র ফুটবলার যিনি পর পর পাঁচটা ম্যাচে একাধির গোল করেছেন। এর আগে নিউ ইংল্যান্ড রেভোলিউশন, মন্ট্রিলের বিরুদ্ধে জোড়া ম্যাচ ও কলম্বাসের বিরুদ্ধে দুটো করে গোল করেছেন মেসি। পাঁচটা ম্যাচই জিতেছে মায়ামি।

Advertisement

মেজর লিগ সকারের এই মরসুমে ১৬ ম্যাচে ১৬ গোল করেছেন মেসি। সোনার বুটের দৌড়ে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন তিনি। তাঁর মতো ১৬ গোল করেছেন নাশভিলের স্যাম সারিজ। মেসি যে গতিতে এগোচ্ছেন তাতে পরের ম্যাচেই সারিজকে টপকে শীর্ষে পৌঁছে যেতে পারেন তিনি।

এই জয়ের পর ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে রয়েছে মায়ামি। ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া। তাদের থেকে ৫ পয়েন্ট কম থাকলেও মায়ামি তিনটে ম্যাচ কম খেলেছে। মেসিরা যদি তাঁদের পরের তিনটে ম্যাচ জেতেন তা হলে ৪৭ পয়েন্টি ফিলাডেলফিয়াকে টপকে এক নম্বরে উঠে আসবেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement