India vs England 2025

লর্ডসে ভারত-ইংল্যান্ড ম্যাচই প্রথম নয়, এর আগে ২১৬৮ টেস্টে ৮ বার টাই হয়েছে প্রথম ইনিংস! কবে, কোথায়

লর্ডসে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টের আগে আট বার দুই দলের প্রথম ইনিংস শেষ হয়েছে একই রানে। ২১৬৮ টেস্টের মধ্যে কবে কবে ঘটেছে এই ঘটনা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৫ ০০:২০
Share:

ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টের তৃতীয় দিনে ভারতীয় দল। ছবি: পিটিআই।

লর্ডসে সেয়ানে-সেয়ানে লড়াই হচ্ছে। প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল ৩৮৭ রান। ভারতের প্রথম ইনিংসও শেষ হয়েছে সেই ৩৮৭ রানেই। তবে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টেই এই ঘটনা প্রথম বার হয়নি। এর আগে ২১৬৮ টেস্ট খেলা হয়েছে। তার মধ্যে আট বার এই ঘটনা ঘটেছে। শেষ বার হয়েছে ২০১৫ সালে। ১০ বছর আগে।

Advertisement

দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড (ডারবান, ১৯১০)

১১৫ বছর আগে প্রথম বার এই ঘটনা ঘটেছিল। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা করেছিল ১৯৯ রান। ইংল্যান্ডের প্রথম ইনিংসও শেষ হয়েছিল ১৯৯ রানে। শেষ পর্যন্ত ৯৫ রানে ম্যাচ জিতেছিল দক্ষিণ আফ্রিকা।

Advertisement

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় (কানপুর, ১৯৫৮)

এই ঘটনা ভারতের ম্যাচে আগেও হয়েছে। কানপুরে এই টেস্টে প্রথমে ব্যাট করে ২২২ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ়। ভারতও জবাবে ২২২ রান করেছিল। শেষ পর্যন্ত ২০৩ রানের বিশাল ব্যবধানে হারতে হয়েছিল ভারতকে।

নিউ জ়িল্যান্ড বনাম পাকিস্তান (অকল্যান্ড, ১৯৭৩)

বিদেশের মাটিতে খেলতে নেমে প্রথম ইনিংসে ৪০২ রান করেছিল পাকিস্তান। জবাবে নিউ জ়িল্যান্ডও প্রথম ইনিংসে ৪০২ রান করেছিল। শেষ পর্যন্ত সেই ম্যাচ ড্র হয়েছিল।

ওয়েস্ট ইন্ডিজ় বনাম অস্ট্রেলিয়া (জামাইকা, ১৯৭৩)

একই বছর একই মাসে দুই টেস্টে প্রথম ইনিংস টাই হয়েছিল। এই ম্যাচে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল ৪২৮ রান। ওয়েস্ট ইন্ডিজ়ও একই রান করেছিল। শেষ পর্যন্ত সেই খেলাও ড্র হয়েছিল।

ইংল্যান্ড বনাম ভারত (বার্মিংহাম, ১৯৮৬)

ইংল্যান্ডের মাটিতে ভারত-ইংল্যান্ড টেস্টে আগেও এই ঘটনা ঘটেছিল। ৩৯ বছর আগে সেই টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করে ৩৯০ রান করেছিল ইংল্যান্ড। জবাবে ভারতও ৩৯০ রান করেছিল। সেই টেস্ট ড্র হয়েছিল। লর্ডস টেস্টের ভাগ্যও কি তাই হবে?

ওয়েস্ট ইন্ডিজ় বনাম ইংল্যান্ড (অ্যান্টিগা, ১৯৯৪)

প্রথমে ব্যাট করে ৫৯৩ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ়। সেই ইনিংসেই ৩৭৫ রান করেছিলেন ব্রায়ান লারা। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডও ৫৯৩ রান করেছিল। শেষ পর্যন্ত ড্র হয়েছিল খেলা।

ওয়েস্ট ইন্ডিজ় বনাম অস্ট্রেলিয়া (অ্যান্টিগা, ২০০৩)

এই টেস্টে প্রথমে ব্যাট করে ২৪০ রান করেছিল অস্ট্রেলিয়া। জবাবে ওয়েস্ট ইন্ডিজ়ও ২৪০ রান করেছিল। চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ়ের সামনে লক্ষ্য ছিল ৪১৮ রান। টেস্টের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ়।

ইংল্যান্ড বনাম নিউ জ়িল্যান্ড (লিডস, ২০১৫)

শেষ বার এই টেস্টেই প্রথম দুই ইনিংসে রান টাই হয়েছিল। প্রথমে ব্যাট করে ৩৫০ রান করেছিল নিউ জ়িল্যান্ড। জবাবে ইংল্যান্ডও প্রথম ইনিংসে ৩৫০ রান করেছিল। তবে শেষ পর্যন্ত ১৯৯ রানে হারতে হয়েছিল ইংল্যান্ডকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement