Lionel Messi's Gift to Mohun Bagan

জন্মদিনে নিজের সই করা জার্সি মোহনবাগানকে উপহার মেসির, পাল্টা শুভেচ্ছা সবুজ-মেরুনের

নিজের জন্মদিনে নিজেরই সই করা জার্সি মোহনবাগানকে উপহার দিলেন লিয়োনেল মেসি। পাল্টা মেসিকে শুভেচ্ছা জানিয়েছে মোহনবাগান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ২১:৪১
Share:

মেসির সই করা এই জার্সিই এসেছে মোহনবাগান ক্লাবে। ছবি: সংগৃহীত।

মঙ্গলবার ৩৮তম জন্মদিন লিয়োনেল মেসির। নিজের জন্মদিনে নিজেরই সই করা জার্সি মোহনবাগানকে উপহার দিলেন তিনি। পাল্টা মেসিকে শুভেচ্ছা জানিয়েছে মোহনবাগান।

Advertisement

মঙ্গলবার ক্লাব তাঁবুতে গিয়ে মেসির সই করা জার্সি ক্লাবকর্তাদের হাতে তুলে দেন ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। সেখানে উপস্থিত ছিলেন মোহনবাগানের নতুন সচিব সৃঞ্জয় বসু ও সভাপতি দেবাশিস দত্ত। ছিলেন নতুন এগজ়িকিউটিভ কমিটির সদস্যেরাও।

ক্লাবে ছোট্ট একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেসিকে জন্মদিনের শুভেচ্ছা জানায় মোহনবাগান। শতদ্রুর হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হয়। মেসির মতো এক বিশ্বজয়ী ফুটবলারের সই করা জার্সি ক্লাবে যত্ন করে রাখা থাকবে বলে জানিয়েছেন কর্তারা।

Advertisement

চলতি বছর শেষ দিকে ভারতে আসার কথা মেসির। কলকাতা ছাড়াও গুজরাত ও দিল্লিতে যেতে পারেন তিনি। আগেও এক বার কলকাতায় এসেছিলেন মেসি। ২০১১ সালে আর্জেন্টিনা ফুটবল দলের সঙ্গে এসেছিলেন তিনি। যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলেছিল আর্জেন্টিনা। ১৪ বছর পর আবার এই শহরে পা রাখতে পারেন তিনি।

এর আগে ২০২২ বিশ্বকাপ জেতার পর আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস এসেছিলেন কলকাতায়। মোহনবাগান ক্লাবে তাঁকে সম্বর্ধনাও দেওয়া হয়েছিল। এ বার মার্তিনেসের দলের অধিনায়কের জার্সি এল মোহনবাগান ক্লাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement