ছোট মেয়েকে নিয়ে স্ত্রী পূজার (ডান দিকে) সঙ্গে ক্রোমা। ছবি: সমাজমাধ্যম।
বছর ছয়েক আগে বাঙালি মেয়ে পূজাকে বিয়ে করে আলোচনায় উঠে এসেছিলেন তিনি। সেই আনসুমানা ক্রোমার পত্নীবিয়োগ হল বুধবার। সমাজমাধ্যমে পোস্ট করে নিজেই এ কথা জানিয়েছেন ইস্টবেঙ্গল, মোহনবাগানে খেলে যাওয়া প্রাক্তন ফুটবলার।
২০১৯-এ পূজার সঙ্গে বিয়ে হয় ক্রোমার। কলকাতা ময়দানে ফুটবল খেলতে খেলতেই আলাপ। সেখান থেকে প্রেম এবং বিয়ে। বিয়ের পর পূজার নাম বদলে হয় সাদিয়া। ক্রোমার সঙ্গে তাঁর দু’টি সন্তানও রয়েছে। বড়টির বয়স পাঁচ বছর। ছোটটি মাত্র দু’মাস।
সূত্রের খবর, আগে থেকে কোনও ধরনের শারীরিক অসুস্থতা ছিল না পূজার। মঙ্গলবার রাতে দুধ-মুড়ি খেয়ে শুতে গিয়েছিলেন। পরে শৌচাগারে যাওয়ার জন্য ওঠেন। সেখানেই পড়ে যান। মুখ থেকে গ্যাঁজলা উঠতে থাকে। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। হৃদ্রোগের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
গত মাসেই পূজার জন্মদিনে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন ক্রোমা। পূজা নিজেও সমাজমাধ্যমে সক্রিয় ছিলেন। দু’দিন আগেও ছবি পোস্ট করেছেন। তাঁকেই এ ভাবে আচমকা চলে যেতে হবে তা অনেকেই মানতে পারছেন না। ক্রোমা সমাজমাধ্যমে লিখেছেন, “আমাদের ছেড়ে বড্ড তাড়াতাড়ি চলে গেলে সাদিয়া। কষ্টে বুক ভেঙে যাচ্ছে। কী করে আমাদের পাঁচ বছরের এবং দু’মাসের সন্তানকে বলব যে তাদের মা আর নেই।”
উল্লেখ্য, গত বছর ক্রোমা ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। শরীরের ডান পাশ অসাড় হয়ে গেলেও সুস্থ হয়ে ওঠেন। তখন দিনরাত এক করে তাঁকে সুস্থ করে তুলেছিলেন পূজা।
মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ছাড়াও ক্রোমা খেলেছেন চার্চিল ব্রাদার্স, শিলং লাজং, নেরোকার মতো ক্লাবের হয়ে। এ ছাড়া কলকাতা লিগে বিভিন্ন ক্লাবের হয়ে চুটিয়ে খেলেছেন।