Surajit Sengupta

Surajit Sengupta: সুরজিৎ সেনগুপ্তের শারীরিক অবস্থা একই রকম

২৩ জানুয়ারি থেকে আইসিউ-তে রয়েছেন সুরজিৎ সেনগুপ্ত। করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। কৃত্রিম ভাবে শ্বাসপ্রশ্বাস চালানো হচ্ছে তাঁর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২২ ১৭:৩১
Share:

—ফাইল চিত্র

বৃহস্পতিবার যে রকম ছিল, শুক্রবারও সুরজিৎ সেনগুপ্তের শারীরিক অবস্থা সে রকমই। শুক্রবার জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসক অজয় কৃষ্ণ সরকারের তত্ত্বাবধানে চলছে তাঁর চিকিৎসা।

২৩ জানুয়ারি থেকে আইসিউ-তে রয়েছেন প্রাক্তন ফুটবলার সুরজিৎ। করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। কৃত্রিম ভাবে শ্বাসপ্রশ্বাস চালানো হচ্ছে তাঁর। শুক্রবার জানানো হয়েছে তাঁর দেহে অক্সিজেনের মাত্রা ৯৪ থেকে ৯৮ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। অক্সিজেন দেওয়া হচ্ছে তাঁকে। পাশাপাশি রেমডিসিভিয়ার, স্টেরয়েড ইঞ্জেকশনও দেওয়া হচ্ছে সুরজিৎকে।

Advertisement

মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে সুরজিতের রক্ত সঞ্চালন ঠিক রয়েছে। জ্ঞানও রয়েছে তাঁর। অজয় কৃষ্ণ ছাড়াও সুরজিতের দেখভাল করছেন বিভিন্ন হৃদরোগ বিশেষজ্ঞ, পালমোনোলজিস্ট এবং অন্যান্যরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন