Mohammedan Sporting Club

Mohammedan Sporting: শনিবার আই লিগের ‘ফাইনাল’, ইতিহাসের সামনে মহমেডান

শনিবার ইতিহাসের সামনে মহমেডান স্পোর্টিং। মোহনবাগানের পর কলকাতার দ্বিতীয় ক্লাব হিসেবে আই লিগ জেতার সামনে তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৪ মে ২০২২ ০৬:২২
Share:

ট্রফি পেতে মরিয়া মহমেডান। ফাইল চিত্র।

শনিবার ইতিহাসের সামনে মহমেডান স্পোর্টিং। মোহনবাগানের পর কলকাতার দ্বিতীয় ক্লাব হিসেবে আই লিগ জেতার সামনে তারা। যুবভারতী স্টেডিয়ামে শনিবার গোকুলম কেরলকে হারাতে পারলেই প্রথম বারের মতো আই লিগ ট্রফি ঢুকবে মহমেডানের ঘরে। দীর্ঘদিন ধরে যে স্বপ্ন দেখে আসছে ক্লাব তা অবশেষে সফল হতে পারে। মহমেডানের পক্ষে আরও আশার কথা, যুবভারতীর গ্যালারিতে থাকবেন হাজার হাজার সমর্থক। ফলে দর্শক সমর্থনেও চাঙ্গা হয়ে থাকবে তারা।

Advertisement

আগের ম্যাচে শ্রীনিধি ডেকানকে হারাতে পারলে আগেই চ্যাম্পিয়ন হয়ে যেত গোকুলম। কিন্তু শ্রীনিধির বিরুদ্ধে হেরে যায় তারা। ফলে শনিবারের ম্যাচে কার্যত ফাইনাল। গোকুলম গত বারের বিজয়ী। তাদের ট্রফি জিততে গেলে স্রেফ ড্র করতে হবে। কিন্তু মহমেডানের সামনে জয় ছাড়া কোনও রাস্তা নেই। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ৩৭। গোকুলম সমসংখ্যক ম্যাচ খেলে ৪০ পয়েন্টে রয়েছে। মহমেডান শনিবার জিতলে গোকুলমের সমান পয়েন্ট হবে। কিন্তু মুখোমুখি সাক্ষাতের বিচারে তারা চ্যাম্পিয়ন হবে।

ট্রফি পেতে মরিয়া মহমেডান। গত দু’দিন যুবভারতী সংলগ্ন মাঠে অনুশীলন করেছে তারা। প্রত্যেক ফুটবলারই নিজেদের সেরাটা দিতে মরিয়া। বিদেশি আন্দ্রেয়ো রুডোভিচ বলেছেন, “খুব কঠিন একটা ম্যাচ হতে চলেছে। কিন্তু জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। সমর্থকরাও পাশে থাকবেন।” ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার ব্রেন্ডন ভানলালরেমডিকা বলেছেন, “আমাদের কাছে আরও একটা সুযোগ নিজেদের প্রমাণ করা। সুযোগ কাজে লাগাতে আমরা মরিয়া।”

Advertisement

শোনা গিয়েছে, শনিবার মাঠে আসবেন প্রায় ষাট হাজার সমর্থক। সন্তোষ ট্রফিতে কেরলের কাছে তাদের ঘরের মাঠে হেরেছে বাংলা দল। শনিবার কেরলেরই এক ক্লাবকে হারিয়ে ঘরের মাঠে ভারতসেরা হতে পারে বাংলার এক ক্লাব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন