Suruchi Sangha

খোদ ক্রীড়ামন্ত্রীর ক্লাবের কোচের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল আইএফএ, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে রঞ্জনকে, না হলে গোটা মরসুম নির্বাসন

রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ক্লাব সুরুচি সঙ্ঘের কোচকে দু’ম্যাচ নির্বাসিত করল আইএফএ। রাজ্যের ফুটবল সংস্থার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৫ ২২:২৭
Share:

রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। — ফাইল চিত্র।

রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ক্লাব সুরুচি সঙ্ঘের কোচকে দু’ম্যাচ নির্বাসিত করল আইএফএ। রাজ্যের ফুটবল সংস্থার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আইএফএ জানিয়ে দিয়েছে কোচকে সাংবাদিক বৈঠক করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। না হলে গোটা মরসুমের জন্য নির্বাসিত করা হবে।

Advertisement

অরূপের সঙ্গে বাংলার প্রায় সব ফুটবল ক্লাবেরই সম্পর্ক ভাল। সব দরকারে আইএফএ-রও পাশে থাকেন তিনি। সেই ক্রীড়ামন্ত্রীর ক্লাবের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে আইএফএ সচিব অনির্বাণ দত্ত আনন্দবাজার ডট কম-কে বলেছেন, “কে কোন ক্লাবের দায়িত্বে রয়েছেন সেটা দেখে তো শাস্তি দেওয়া হয় না। যদি অপরাধ হয়ে থাকে তা হলে শাস্তি পেতেই হবে। সেটা যে ক্লাবই হোক না কেন।”

অনির্বাণ জানিয়েছেন, কোচ রঞ্জন ভট্টাচার্য ইতিমধ্যেই আইএফএ-র শৃঙ্খলারক্ষা কমিটির কাছে দুঃখপ্রকাশ করেছেন। তবে আইএফএ-র বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য প্রকাশ্যে তাঁকে ক্ষমাও চাইতে হবে সকলের সামনে। রঞ্জন জানিয়েছেন, উত্তেজনার বশে তিনি ওই মন্তব্য করেছিলেন। আইএফএ-কে বদনাম করার কোনও অভিপ্রায় তাঁর ছিল না। একই কথা বলেছেন সুরুচির দায়িত্বে থাকা কর্তা স্বরূপ বিশ্বাস, যিনি সম্পর্কে অরূপের ভাই।

Advertisement

উল্লেখ্য, কাস্টমস ম্যাচের পর রঞ্জন বলেছিলেন, “বাকিরা সবাই সাতটা করে ম্যাচ খেলে ফেলল, আর আমরা ছ’নম্বর ম্যাচ খেললাম। আমাদের ছন্দটাকে নষ্ট করে দেওয়ার জন্য পিছনে পড়ে রয়েছে আইএফএ। আমাকে বোঝানো হোক, কেন বাকিরা সাতটা ম্যাচ খেললেও আমরা কম খেললাম। আমাদের ছন্দ নষ্ট করার জন্য আইএফএ চক্রান্ত করছে এটা পরিষ্কার।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement