উচ্ছ্বাস: প্রথম গোলের পরে অভীষ্টা বাসনেট। এআইএফএফ।
অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে জোরালো বার্তা দিয়ে অভিযান শুরু করল ভারতের মেয়েরা। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বুধবার নেপালকে ৭-০ গোলে হারাল ভারতের মেয়েরা। জোড়া গোল নীরা চানু, অভীষ্টা বাসনেট এবং অনুষ্কা কুমারীর। একটি গোল করেছে অধিনায়ক জুলান নংমইথেম।
জানুয়ারি থেকে এই প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছে মেয়েরা। ফলে প্রথম মিনিট থেকেই সেই বোঝাপড়া চোখে পড়েছে। এ দিন সেট-পিস অস্ত্রেই প্রতিপক্ষকে ঘায়েল করেছে ভারত। ১৬ মিনিটে ১-০ করেন অভীষ্টা। ২৫ মিনিটে অনুষ্কার পাস থেকে নেপালের ডিফেন্ডারদের কাটিয়ে গোল করে যায় নীরা। বারো মিনিট পরেই একটি থ্রু বল থেকে গোলরক্ষকে পরাস্ত করে স্বয়ং অনুষ্কা (৩৭ মিনিট)।
এর পরে ব্যবধান বাড়ায় অভীষ্টা। অনুষ্কার মাপা পাস ছিল নীরার জন্য। কিন্তু তা এক ডিফেন্ডারের পায়ে লেগে দিক পরিবর্তন করে। সামনে থাকা অভীষ্টার ৪-০ করতে অসুবিধা হয়নি। সংযুক্ত সময়ে ৫-০ করেন অধিনায়ক জুলান।দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ কমেনি ভারতের মেয়েদের। ৫৬ মিনিটে ফাঁকায় দাঁড়িয়ে থাকা অবস্থায় নীরার নেওয়া জোরালো শটের কোনও জবাব ছিল না নেপালের গোলরক্ষকের কাছে। ৬২ মিনিটে ৭-০ করে অনুষ্কা।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে