Lionel Messi and Inter Miami

ক্লাব বিশ্বকাপে নামার আগে সমস্যায় ইন্টার মায়ামি, দুই ফুটবলারকে পাবেন না মেসিরা

প্রথম বার ক্লাব বিশ্বকাপ খেলবে ইন্টার মায়ামি। তাদের প্রথম ম্যাচের আগে সমস্যায় দল। চোটের কারণে দুই ফুটবলারকে পাবেন না লিয়োনেল মেসিরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৫ ২২:১৮
Share:

লিয়োনেল মেসি। —ফাইল চিত্র।

রবিবার ভারতীয় সময় ভোর সাড়ে ৫টায় ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ইন্টার মায়ামি। এই প্রথম এই প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়েছে তারা। সেই ম্যাচের আগে সমস্যায় দল। চোটের কারণে দুই ফুটবলারকে পাবেন না লিয়োনেল মেসিরা।

Advertisement

প্রথম ম্যাচে কঠিন প্রতিপক্ষ মেসিদের সামনে। মিশরের ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন ক্লাব আল আহলির বিরুদ্ধে নামবে মায়ামি। সেই ম্যাচের আগে দলের তারকা লেফ্‌ট ব্যাক জর্দি আলবা চোট পেয়েছেন। আল আহলির বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি। বাদ গিয়েছেন মিডফিল্ডার ইয়ানিক ব্রাইটও।

মায়ামির দলের গুরুত্বপূর্ণ সদস্য আলবা। স্পেনের এই প্রাক্তন অধিনায়কের সঙ্গে মেসির বোঝাপড়া খুব ভাল। ফলে মায়ামির আক্রমণে মেসির পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আলবা। তিনি না থাকায় কিছুটা হলেও দুর্বল হবে মায়ামি। ফলে মেসিকে আটকে রাখার সুযোগ বাড়বে আল আহলির সামনে।

Advertisement

আলবা না থাকায় চিন্তিত দলের কোচ জাভিয়ের মাসচেরানো। তিনি বলেন, “ক্লাব বিশ্বকাপে নামার আগে আমাদের নতুন ফুটবলার নেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এ বার আমরা আলবাকেও পাব না। তাতে সমস্যা আরও বাড়বে।” তবে নেতিবাচক মানসিকতা নিয়ে নামতে চান না মেসি। তিনি ভাল খেলার জন্য মুখিয়ে রয়েছেন। সমর্থকদের মুখে হাসি ফোটাতে চান আর্জেন্টিনার ফুটবলার।

ক্লাব বিশ্বকাপে নামার আগে মেসি বলেন, “এই প্রতিযোগিতা খুব উত্তেজক। বিশ্বের বিভিন্ন দেশের সেরা ক্লাবদের বিরুদ্ধে খেলার সুযোগ পাওয়া যায়। সেখানে ভাল ভাল ফুটবলাদের বিরুদ্ধে খেলতে হয়। মায়ামির সমর্থকদের কাছে এটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। আমাদের দলে অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে। আশা করছি, ভাল খেলে সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement