ISL 2021-22

ATK Mohun Bagan: জোড়া গোল করে গোয়া ম্যাচের নায়ক, তার পরেও বাবার বকুনি খেলেন মনবীর

  • দল টানা ১১ ম্যাচ অপরাজিত।
  • জয়ের হ্যাটট্রিক করেছে মোহনবাগান।
  • বুধবার থেকেই অনুশীলন শুরু করে দিয়েছেন দলের কোচ জুয়ান ফেরান্দো।
  • শনিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ। সেই ম্যাচ জিতলেই লিগ তালিকার শীর্ষে থাকা হায়দরাবাদ এফসি-কে টপকে যাবে মোহনবাগান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৩৯
Share:

গোয়ার বিরুদ্ধে গোল করার মুহূর্তে মনবীর ছবি: টুইটার

পর পর ম্যাচ জিতছে এটিকে মোহনবাগান। আর পর পর ম্যাচে গোল করছেন দলের ভারতীয় স্ট্রাইকার মনবীর সিংহ। এফসি গোয়ার বিরুদ্ধে জোড়া গোল করে ম্যাচের নায়ক হওয়ার পরেও বাবার বকুনি খেয়েছেন মনবীর। সুযোগ নষ্টের জন্য বাবা তাঁকে বকেছেন।

Advertisement

ম্যাচের পরের দিন মনবীর বলেন, ‘‘হ্যাটট্রিক হয়নি বলে কোনও আফশোস নেই। দল জিতেছে। দুটো গোল করেছি। আরও করতে পারতাম। ম্যাচের পরে ফোনে বাবা বকলেন। বললেন, এত সুযোগ পেয়েও গোল করতে পারছ না। গোল করার সুযোগ কম পাবে। কিন্তু সুযোগ পেলেই কাজে লাগাতে হবে।’’

কঠোর পরিশ্রমের দাম তিনি পেয়েছেন বলে জানিয়েছেন মনবীর। তিনি বলেন, ‘পরিশ্রম করে যাওয়া আমার কাজ। ঈশ্বর যখন চাইবেন তখনই গোল পাব। তাই প্রতিটা গোল করার পরে মাটিতে মাথা ঠুকে ঈশ্বরকে ধন্যবাদ জানাই।’’

Advertisement

রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসদের অনুপস্থিতিতে লিস্টন কোলাসোর সঙ্গে তাঁর জুটি সমর্থকদের পছন্দের হয়ে উঠেছে। গোয়ার বিরুদ্ধেও তিনি প্রথম গোল করেছেন লিস্টনের পাস থেকেই। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘লিস্টন দুর্দান্ত খেলছে। ওর সঙ্গে একটা ভাল বোঝাপড়া তৈরি হয়েছে। ও কোথায় বল বাড়াবে সেটা আগে থেকে বুঝতে পারি। প্রথম গোলটার সময় লিস্টন এত সুন্দর জায়গায় বল রেখেছিল যে কোনও সমস্যা হয়নি। অনেক দিন পরে হেডে গোল করো ভাল লাগল।’’

দল টানা ১১ ম্যাচ অপরাজিত। জয়ের হ্যাটট্রিক করেছে। তার পরেও অবশ্য খুশি নন দলের কোচ জুয়ান ফেরান্দো। তাই বুধবার থেকেই অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি। শনিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ। সেই ম্যাচ জিতলেই লিগ তালিকার শীর্ষে থাকা হায়দরাবাদ এফসি-কে টপকে যাবে মোহনবাগান। আপাতত সেই লক্ষ্যেই ঘুঁটি সাজাচ্ছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন