italy vs israel

ইজ়‌রায়েলের বিরুদ্ধে প্রতিবাদ এ বার ফুটবল মাঠে, ইটালির সঙ্গে ম্যাচে নিরাপত্তা নিয়ে সংশয়

ইজ়রায়েলের বিরুদ্ধে প্রতিবাদ এ বার ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে ফুটবল মাঠেও। বুধবার রাতে ইটালির সঙ্গে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে তাদের। সেখানে ই‌জ়রায়েল বিরোধী স্লোগান শোনা যেতে পারে। কী কী হতে পারে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ১৬:০৫
Share:

এই মাঠেই হবে ইটালি-ইজ়রায়েল ম্যাচ। ছবি: সমাজমাধ্যম।

ইজ়রায়েলের বিরুদ্ধে প্রতিবাদ এ বার ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে ফুটবল মাঠেও। বুধবার রাতে ইটালির সঙ্গে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে তাদের। সেখানে ই‌জ়রায়েল বিরোধী স্লোগান শোনা যেতে পারে। প্যালেস্তাইন পন্থী স্লোগানও থাকবে। প্রচুর মানুষ স্টেডিয়ামে হাজির হয়ে প্রতিবাদ জানাবেন বলে ঠিক করে ফেলেছেন।

Advertisement

কিছু দিন আগে স্পেনের অ্যাথলেটিক ক্লাবের সমর্থকেরা প্যালেস্তাইনের পক্ষে মুখ খুলেছিলেন। এ বার ইটালির ম্যাচে প্রতিবাদ দেখা যেতে পারে। ইটালির অনুশীলনে হাজির হয়ে সেই সমর্থকেরা দাবি তোলেন, এই ম্যাচ যেন না খেলা হয়। সেটা সম্ভব নয় বুঝে মাঠেই প্রতিবাদ করার কথা ভেবে রেখেছেন তারা।

গাজ়ায় সাধারণ মানুষের প্রতি যে ব্যবহার করা হচ্ছে তার বিরুদ্ধেই প্রতিবাদ জানানো হবে। ফলে খুব শান্ত পরিবেশ যে স্টেডিয়ামে থাকবে না এটা মেনে নিয়েছেন ইটালির কোচ জেনারো গাটুসো। বলেছেন, “অন্য রকম পরিবেশে খেলতে নামতে হবে। মাঠের বাইরে ১০ হাজার এবং মাঠের ভেতরে পাঁচ-ছ’হাজার লোক থাকবে।”

Advertisement

সোমবার পর্যন্ত মাত্র চার হাজার টিকিট বিক্রি হয়েছিল। সাধারণ সমর্থকদের অনেকেই এই ম্যাচ বয়কট করেছেন। ফলে মাঠে প্রতিবাদীদের সংখ্যাই বেশি থাকবে। যে শহরে খেলা, সেই উদিনের মেয়র আলবের্তো ফেলিস দে তোনি এই ম্যাচ পিছিয়ে দেওয়ার আবেদন করেছিলেন। তবে গত দু’বার বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়া ইটালি এ বার আর ঝুঁকি নিতে চাইছে না। তাই ম্যাচটি তারা খেলবে।

কোচ গাটুসো বলেছেন, “এই ম্যাচ খেলতেই হবে। না হলে ৩-০ হেরে যাব। আশা করি সকলে বিষয়টা বুঝবে।” দু’দলের প্রথম সাক্ষাতে ৫-৪ জিতেছিল ইটালি। সেই ম্যাচে দু’দলের ঝামেলা হয়েছিল। তা দেখা যেতে পারে বুধবার রাতেও।

গ্রুপের শীর্ষে থাকা নরওয়ের থেকে ইটালি এবং ইজ়রায়েল দু’দলই ছ’পয়েন্ট পিছনে। গ্রুপের শীর্ষ স্থানাধিকারী দল বিশ্বকাপ খেলবে। দ্বিতীয় দলটি প্লে-অফ খেলবে। এই প্লে-অফ খেলতে গিয়েই গত দু’বার হেরেছিল ইটালি। ২০১৮-এ সুইডেন এবং ২০২২-এ উত্তর ম্যাসিডোনিয়ার কাছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement