Pat Cummins and Travid Head

বছরে ৫৮ কোটি! অস্ট্রেলিয়ার হেড, কামিন্সকে দেশের হয়ে খেলা ছাড়ার প্রস্তাব আইপিএল দলের, কী করলেন দুই ক্রিকেটার?

আইপিএলে তাঁরা খেলেন একই দলের হয়ে। সেই প্যাট কামিন্স এবং ট্রেভিস হেডকে বড় অঙ্কের প্রস্তাব দিল আইপিএলের একটি দল। জানা গিয়েছে, বছরে ৫৮ কোটি টাকা করে দেওয়া হবে দুই ক্রিকেটারকে। কেন এত দাম উঠল?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ১১:৪৭
Share:

প্যাট কামিন্স (বাঁ দিকে) এবং ট্রেভিস হেড। — ফাইল চিত্র।

আইপিএলে তাঁরা খেলেন একই দলের হয়ে। গত বছর রানার্সও হয়েছিলেন। সেই প্যাট কামিন্স এবং ট্রেভিস হেডকে বড় অঙ্কের প্রস্তাব দিল আইপিএলের একটি দল। জানা গিয়েছে, বছরে ৫৮ কোটি টাকা করে দেওয়া হবে দুই ক্রিকেটারকে। বদলে ওই ফ্র্যাঞ্চাইজ়‌ির বাকি যে দলগুলি অন্যান্য দেশের টি-টোয়েন্টি লিগে খেলে, সেখানে খেলতে হবে এই দুই ক্রিকেটারকে।

Advertisement

অস্ট্রেলিয়ার ‘দ্য এজ’ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, একটি শর্ত দেওয়া হয়েছে কামিন্স এবং হেডকে। দেশের হয়ে খেলা ছাড়তে হবে দু’জনকেই। সারা বছর সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজ়‌ির হয়ে বিভিন্ন লিগে খেলতে হবে। দুই ক্রিকেটারই এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। জানিয়েছেন, অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করা তাঁদের কাছে সবার আগে।

তবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগকে আগামী দিনে বিকেন্দ্রীকরণ করা হতে পারে। অর্থাৎ দলগুলির ব্যক্তিগত মালিকানা হতে পারে। সে ক্ষেত্রে প্রতিটি দলের পিছনে বিনিয়োগের পরিমাণ অনেক বেড়ে যাবে। ক্রিকেটারদের পকেটও ভরবে। তখন বিবিএলে খেলতে আগ্রহী হবেন আরও অনেক ক্রিকেটার। এ বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া, প্রাদেশিক সংস্থা এবং খেলোয়াড়দের সংস্থার মধ্যে আলোচনাও হয়েছে।

Advertisement

কামিন্স এবং হেড দু’জনেই খেলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। বিদেশের বিভিন্ন লিগে এই ফ্র্যাঞ্চাইজ়ির দল রয়েছে। তারাই প্রস্তাব দিয়েছে কি না তা জানা যায়নি।

২০২৪-এর নিলামে কামিন্সকে ২০.৫ কোটি টাকায় কিনেছিল হায়দরাবাদ। গত বছর তাঁকে ১৮ কোটি টাকায় ধরে রাখা হয়েছে। অন্য দিকে, হেডকে ৬.৮ কোটি টাকায় কেনা হলেও গত বার তাঁকে ১৪ কোটি টাকায় ধরে রাখা হয়।

‘দ্য এজ’-এর খবর অনুযায়ী, শীর্ষস্থানীয় অসি ক্রিকেটারেরা বছরে ৮.৭৪ কোটি টাকা পান। তবে কামিন্স অস্ট্রেলিয়ার টেস্ট এবং এক দিনের দলের অধিনায়ক হওয়ার সুবাদে ১৭.৪৮ কোটি টাকা পান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement