Mohun Bagan

লিগ-শিল্ডের আরও কাছে মোহনবাগান, পঞ্জাবকে হারিয়ে সাফল্যের রহস্য জানালেন কোচ মোলিনা

বুধবার পঞ্জাব এফসি-কে ঘরের মাঠে হারিয়ে লিগ-শিল্ডের আরও কাছাকাছি এনে দিয়েছে। তবে এখনই তা নিয়ে ভাবতে রাজি নন কোচ হোসে মোলিনা। পঞ্জাবকে হারানোর পর দলের সাফল্যে রহস্য ফাঁস করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৯
Share:

মোহনবাগান খেলোয়াড়দের উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত।

দ্বিতীয়ার্ধে আগ্রাসী ফুটবল খেলে বুধবার পঞ্জাব এফসি-কে ঘরের মাঠে হারিয়েছে মোহনবাগান। ৩-০ জয় তাদের লিগ-শিল্ডের আরও কাছাকাছি এনে দিয়েছে। তবে এখনই তা নিয়ে ভাবতে রাজি নন কোচ হোসে মোলিনা। পঞ্জাবকে হারানোর পর দলের সাফল্যে রহস্য ফাঁস করেছেন তিনি।

Advertisement

মোলিনার মতে, শুধু ফুটবলাররা নন, দলের সবাই এই সাফল্যের দাবিদার। মাঠে ও মাঠের বাইরে দলের প্রত্যেক সদস্যেরই এই সাফল্যে অবদান রয়েছে বলে মনে করেন তিনি। বলেছেন, “সাফল্যের আসল রহস্য খেলোয়াড়দের পরিশ্রম। কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ, ম্যানেজমেন্ট, মালিক — সবাই দলকে সাহায্য করছে। সবাই একই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। আর শেষে ফুটবলাররা দুর্দান্ত খেলছে। গোলের সামনে সফল হচ্ছে। গোল রক্ষা করছে, ক্লিন শিট বজায় রাখছে। সাফল্যের আর কোনও গোপন রহস্য এটা সবার একসঙ্গে করা কঠোর পরিশ্রমের ফল পাচ্ছি আমরা।”

২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে এখন লিগ টেবলের শীর্ষে সবুজ-মেরুন বাহিনী। লিগে চার ম্যাচ বাকি থাকতেই প্লে-অফে যোগ্যতা অর্জন করে ফেলেছে তারা। মোলিনা বলেছেন, “ঠিক জানি না বাকি দলগুলো কত পয়েন্টে পৌঁছতে পারে। আপাতত আমরা সুবিধাজনক জায়গায় আছি। দেখি বাকি ম্যাচগুলোতে কী ঘটে। যা হওয়ার তা হবেই। ট্রফি নয়, আমরা সব সময় পরের ম্যাচগুলোর উপরই মনোনিবেশ করি।”

Advertisement

আইএসএলের পয়েন্ট তালিকা। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

শুধু পরিশ্রম নয়, দলে ভাল ভাল ফুটবলার পাওয়াও সাফল্যের একটি কারণ বলে মনে করেন মোলিনা। তাঁর কথায়, “ভাল ও প্রতিভাবান খেলোয়াড় ছাড়া কোনও দলই কিছু করতে পারে না। একটা ভাল দল গড়তে প্রতিভাবান খেলোয়াড়দের প্রয়োজন। এমন খেলোয়াড়দের দরকার, যাদের ফুটবলের সব দিকেই দক্ষতা রয়েছে। অনেকে ভাবে দক্ষতা মানেই শুধু বল দখলে রাখা, ভাল পাস দেওয়া, দুর্দান্ত গোল করা, ট্যাকল করা, ড্রিবলিং করা। এগুলো অবশ্যই দক্ষতা তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু ভাল ভাবে ডিফেন্স করা, প্রতিপক্ষের আক্রমণের বিরুদ্ধে আগ্রাসী হওয়া, বক্সের ভিতর ভাল মার্কিং করা— এগুলোও দক্ষতা। আমার দলের সব খেলোয়াড়ের এই দক্ষতা রয়েছে। আক্রমণে, রক্ষণে, ফুটবলের প্রতিটি বিভাগে তারা দক্ষ।”

পঞ্জাবের বিরুদ্ধে প্রথমার্ধে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় মাঠ ছাড়তে হয় সাহাল আব্দুল সামাদকে। তাঁর জায়গায় মাঠে নামেন অভিষেক সূর্যবংশী। সাহালের চোট সম্পর্কে মোলিনা বলেছেন, “আমি জানি না ও কত দিন মাঠের বাইরে থাকবে। অনিরুদ্ধকেও পরের ম্যাচে পাওয়া যাবে কি না নিশ্চিত নই। দু’জনকেই দ্রুত সুস্থ করার চেষ্টা করব।”

চার ম্যাচের গোল খরা কাটিয়ে বুধবার জোড়া গোল করেছেন জেমি ম্যাকলারেন। শেষ গোলে তাঁকে অ্যাসিস্ট করেন জেসন কামিংস। ভাল পারফরম্যান্স দেখা গিয়েছে গ্রেগ স্টুয়ার্টেরও। দলের তিন বিদেশি ফুটবলারের ছন্দে ফেরা নিয়ে মোলিনা বলেছেন, “ম্যাকলারেন দারুণ খেলেছে। গ্রেগও দুর্দান্ত। প্রশংসা প্রাপ্য জেসনেরও। গোল না করা নিয়ে চিন্তিত নই। আমি জানি, পরিশ্রম করলে গোল হবেই। ওদের খেলায় আমি খুশি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement