Lionel Messi

বন্ধু সুয়ারেজ়ের সঙ্গে হাত মিলিয়ে নতুন ক্লাব তৈরি করলেন মেসি, কোন দেশের লিগে খেলবে সেই দল?

বার্সেলোনায় থাকাকালীন দীর্ঘ দিন কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন। এখন আমেরিকার ইন্টার মায়ামিতেও তাঁরা একে অপরের সতীর্থ। সেই লুই সুয়ারেজ়ের সঙ্গে হাত মিলিয়ে নতুন ক্লাব তৈরি করলেন লিয়োনেল মেসি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ১৩:৫০
Share:

লুইস সুয়ারেজ় (বাঁ দিকে) এবং লিয়োনেল মেসি। ছবি: রয়টার্স।

বার্সেলোনায় থাকাকালীন দীর্ঘ দিন কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন। এখন আমেরিকার ইন্টার মায়ামিতেও তাঁরা একে অপরের সতীর্থ। সেই লুই সুয়ারেজ়ের সঙ্গে হাত মিলিয়ে নতুন ক্লাব তৈরি করলেন লিয়োনেল মেসি। উরুগুয়ের পেশাদার লিগে খেলবে তারা।

Advertisement

উরুগুয়ের সিউদাদ দে লা কোস্তায় ২০১৮ সালে ২০ একর জমির উপর প্রাথমিক ভাবে একটি স্পোর্টস কমপ্লেক্স তৈরি করেছিলেন সুয়ারেজ়‌। তখন নাম দিয়েছিলেন ‘ডেপোর্টিভো এলএস’। এত দিন পর্যন্ত স্থানীয় প্রতিভাদের যত্ন নেওয়া এবং স্থানীয়দের কাজ দিয়ে সাহায্য করার মধ্যেই সীমাবদ্ধ ছিল ক্লাবের কর্মসূচি। এ বার পুরোদস্তুর ফুটবল ক্লাব হিসাবে নিজেদের তৈরি করেছে তারা। ক্লাবের একটি স্টেডিয়ামও রয়েছে, যার দর্শকসংখ্যা ১৪০০।

মঙ্গলবার সমাজমাধ্যমে একটি ভিডিয়োয় নতুন এই ক্লাবের কথা ঘোষণা করেন সুয়ারেজ়। নতুন ভাবে ব্র্যান্ডিং করা হয়েছে। ক্লাবের নামের শেষে ‘এলএস’-এর (লুইস সুয়ারেজ়‌) সঙ্গে যোগ করা হয়েছে ‘এম’ (মেসি) অক্ষরটি। উরুগুয়ে ফুটবলের চতুর্থ ডিভিশন থেকে খেলা শুরু করবে তারা।

Advertisement

এক ভিডিয়োয় সুয়ারেজ়‌ বলেছেন, “ডেপোর্টিভো এলএস শুরু হয়েছিল একটি পারিবারিক স্বপ্ন থেকে। গত কয়েক বছরে আমরা অনেকটা এগিয়ে গিয়েছি। তিন হাজার সদস্যের পাশাপাশি পরিকাঠামোও তৈরি হয়েছে। তাই এ বার উরুগুয়ে ফুটবল সংস্থার অন্তর্ভুক্ত হয়ে পেশাদার লিগে খেলার সিদ্ধান্ত নিয়েছি। যুব এবং সিনিয়র, দুই বিভাগেই আমরা খেলব।”

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মেসি এবং সুয়ারেজ় মিলে যৌথ ভাবে এই ক্লাবের দেখাশোনা করবে। কোচ নিয়োগ থেকে ফুটবলার সই করানো, সবটাই তাঁরা একা হাতে সামলাবেন। শোনা যাচ্ছে, উরুগুয়ের প্রাক্তন ফুটবলার আলভারো রিকোবাকে কোচ করা হতে পারে।

নতুন ক্লাব তৈরি করে মেসি বলেছেন, “এই প্রকল্পের সঙ্গে আমাকে যুক্ত হতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য লুইসের কাছে কৃতজ্ঞ। অনেক দিন ধরে ওরা কাজ করছে। এই ক্লাবের বেড়ে ওঠার জন্য যতটা পারব কাজ করব।”

বার্সেলোনায় ২০১৪-২০২০ সাল পর্যন্ত একসঙ্গে খেলেছেন মেসি এবং সুয়ারেজ়। চ্যাম্পিয়ন্স লিগ-সহ ১৩টি ট্রফি জিতেছেন। মাঠের বাইরেও তাঁরা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। পরিবার নিয়ে একসঙ্গে ঘুরতেও যান। ২০২৩-এ মায়ামিতে যোগ দেন সুয়ারেজ়। এখনও তাঁরা একসঙ্গে খেলছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement