Lionel Messi

এ বার মাঠেও মেসি-সুয়ারেজ় যুগলবন্দি, নতুন ক্লাব গড়ার পরের দিনই দুই বন্ধু জেতালেন ইন্টার মায়ামিকে

লিয়োনেল মেসি এবং লুইস সুয়ারেজ় হাত মিলিয়ে নতুন ক্লাব তৈরি করেছেন। মাঠেও মেসি-সুয়ারেজ়‌ের যুগলবন্দি দেখা গেল। দুই ফুটবলারই জোড়া গোল করলেন। জয়ে ফিরল ইন্টার মায়ামি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ১৩:৪৭
Share:

লিয়োনেল মেসি (বাঁ দিকে) এবং লুইস সুয়ারেজ়‌। ছবি: সমাজমাধ্যম।

লিয়োনেল মেসি এবং লুইস সুয়ারেজ় হাত মিলিয়ে নতুন ক্লাব তৈরি করেছেন, এই খবর মঙ্গলবার রাতে প্রকাশ্যে এসেছিল। পরের দিন, অর্থাৎ বুধবার রাতে মাঠেও মেসি-সুয়ারেজ়‌ের যুগলবন্দি দেখা গেল। দুই ফুটবলারই জোড়া গোল করলেন। মন্ট্রিলকে ৪-২ গোলে হারিয়ে জয়ে ফিরল ইন্টার মায়ামি।

Advertisement

গত ৩ মে শেষ বার জিতেছিল মায়ামি। তার পর দু’টি হেরেছে, দু’টি ড্র করেছে। সম্প্রতি মেসি সতীর্থদের উদ্দেশে বলেছিলেন, কঠিন সময়ে দলকে আরও ঐক্যবদ্ধ হতে হবে। বুধবারের খেলা দেখে মনে হয়েছে, সেই বার্তা কাজে লেগেছে। আগের ম্যাচে পিছিয়ে পড়েও ফিলাডেলফিয়ার বিরুদ্ধে ড্র করেছিল মায়ামি। এ বার জয়ে ফিরল।

গত বছর সাফল্য পেলেও এ বার মায়ামি মোটেই ছন্দে নেই। ১৫ ম্যাচে মাত্র সাতটিতে জিতে ২৬ পয়েন্ট পেয়েছে তারা। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ষষ্ঠ স্থানে রয়েছে।

Advertisement

ম্যাচের পর মায়ামি কোচ জেভিয়ার মাসচেরানো বলেছেন, “আমরা জানি কোন পরিস্থিতির মধ্যে রয়েছি। সব সময় ফলাফল নয়, ম্যাচটাও বিশ্লেষণ করতে হয়। কিছু ম্যাচে যে ফলাফল চেয়েছিলাম তা অর্জন করতে পারিনি। আমরা আরও উপরে থাকার যোগ্য। তবে ফুটবলে যোগ্যতা নয়, মাঠে নেমে নিজেকে বোঝাতে হয়।”

বুধবার মেসির প্রথম গোলের ক্ষেত্রে বার্সেলোনার প্রাক্তন সতীর্থ সের্জিয়ো বুস্কেৎসের অবদান রয়েছে। এর পর সুয়ারেজ়‌কে একটি গোলের পাস বাড়ান মেসি। পরে আরও একটি গোল করেন সুয়ারেজ়‌। দলের চতুর্থ গোল মেসির।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement