Lionel Messi and Virat Kohli

সোমবার রাজধানীতে মেসির সঙ্গে দেখা করতে পারেন কোহলি, স্ত্রী অনুষ্কাকে নিয়ে আচমকা দেশে ফেরায় বাড়ল জল্পনা

সোমবার সকালে দিল্লি যাবেন লিয়োনেল মেসি। ভারত সফরে এটাই তাঁর শেষ শহর। জল্পনা তৈরি হয়েছে যে, সোমবার অরুণ জেটলি স্টেডিয়ামের অনুষ্ঠানে কোহলি থাকতে পারেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ২০:২৫
Share:

(উপরে) রবিবার মুম্বইয়ে মেসি। স্ত্রী অনুষ্কাকে নিয়ে দিল্লিতে কোহলি (নীচে)। ছবি: পিটিআই।

সোমবার সকালে দিল্লি যাবেন লিয়োনেল মেসি। ভারত সফরে এটাই তাঁর শেষ শহর। সেখানে তাঁর সফরসূচিতে যোগ হল আরও কিছু বিষয়। ফুটবলের রাজপুত্র দেখা করবেন ভারতের প্রধান বিচারপতি এবং সেনাবাহিনীর প্রধানের সঙ্গে। একই সঙ্গে ভারতীয় দলের দুই ক্রিকেটারের সঙ্গেও দেখা করবেন তিনি। এ দিকে, এ দিনই লন্ডন থেকে স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে দিল্লিতে ফিরেছেন কোহলি। ফলে জল্পনা তৈরি হয়েছে যে, সোমবার অরুণ জেটলি স্টেডিয়ামের অনুষ্ঠানে কোহলি থাকতে পারেন।

Advertisement

মেসির ভারত-সফরে রবিবার মুম্বইয়ে সচিন তেন্ডুলকর, সুনীল ছেত্রী-সহ বিভিন্ন জগতের খ্যাতনামীরা দেখা করেছেন। বাদ ছিলেন শুধু কোহলিই। তিনি মুম্বইয়ের অনুষ্ঠানে থাকবেন বলে শোনা যাচ্ছিল। তবে নিশ্চিত খবর পাওয়া যায়নি। রবিবার অনুষ্কাকে নিয়ে কোহলি দিল্লি নামায় জল্পনা বেড়েছে। কোহলির ঘনিষ্ঠমহলে জানানো হয়েছে, পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্যই স্ত্রীকে নিয়ে ভারতে ফিরেছেন তিনি। তবে ‘স্পোর্টস্টার’-সহ ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার মেসির অনুষ্ঠানে থাকবেন কোহলি। তাঁকে নাকি খোদ প্রধানমন্ত্রীই দিল্লিতে আমন্ত্রণ জানিয়েছেন।

প্রধান বিচারপতি এবং সেনাপ্রধানের সঙ্গে এক সাংসদের বাড়িতে যাবেন মেসি। সেই সাংসদ প্রফুল পটেল হতে পারেন বলে শোনা গিয়েছে। পটেল তিন বার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি ছিলেন।

Advertisement

রাজধানীতে সকাল ১০.৪৫ নাগাদ নামার কথা মেসির। শহরের একটি হোটেলে ৫০ মিনিটের ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে অংশ নেবেন। এর পর যাবেন প্রধানমন্ত্রীর বাড়ি। সেখানে ২০ মিনিট একান্তে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবেন। এর পর পটেলের সরকারি বাংলোয় গিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে দেখা করবেন। থাকার কথায় আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো অগাস্টিন কাউচিনোরও। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) প্রধান রাহুল নবীনও থাকতে পারেন।

ভিভিআইপিদের সঙ্গে দেখা করার পর মেসির কনভয় রওনা দেবে অরুণ জেটলি স্টেডিয়ামের উদ্দেশে। দুপুর ৩.৩০ নাগাদ স্টেডিয়ামে ঢুকবেন মেসি। বাকি তিন শহরের মতোই মাঠ প্রদক্ষিণ, কোচিং ক্লিনিকে অংশ নেবেন। মিনার্ভা পঞ্জাব অ্যাকাডেমির ফুটবলারদের সংবর্ধিত করবেন। সেই অ্যাকাডেমির নয় বনাম নয় একটি ফুটবল ম্যাচও দেখার কথা মেসির।

মেসি স্টেডিয়ামে ঢোকার পর সঙ্গীতের মাধ্যমে অভ্যর্থনা জানানো হবে। এর পর খ্যাতনামীদের একটি ম্যাচ হবে। সেটি দেখবেন মেসি। তার পর মাঠের মাঝখানে নিয়ে যাওয়া হবে তাঁকে। সেখানে ভারতের দুই ক্রিকেটার মেসির হাতে একটি উপহার তুলে দেবেন। তাঁদের একজন হতে পারেন কোহলি। ৩.৫৫ থেকে ৪.১৫ পর্যন্ত কোচিং ক্লিনিকে অংশ নেবেন মেসি।

এর পর তিনি গাড়িতে দিল্লি বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন। সেখান থেকে উড়ে যাবেন মায়ামি। শেষ হবে তাঁর ভারত সফর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement