Lionel Messi

বিশ্বকাপের আগে দারুণ ছন্দে মেসি! তাঁর জোড়া গোলে প্রদর্শনী ম্যাচে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

কাতার ফুটবল বিশ্বকাপের আগে দারুণ ছন্দে দেখা গেল লিয়োনেল মেসিকে। শনিবার ভোরে প্রদর্শনী ম্যাচে হন্ডুরাসকে ৩-০ ব্যবধানে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল মেসির।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২২ ১১:১০
Share:

জোড়া গোল মেসির। ফাইল ছবি

দু’মাস পরেই কাতারে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। তার আগে দারুণ ছন্দে দেখা গেল লিয়োনেল মেসিকে। শনিবার ভারতীয় সময় ভোরে প্রদর্শনী ম্যাচে হন্ডুরাসকে ৩-০ ব্যবধানে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল মেসির। অপর গোল লাউতারো মার্তিনেসের। সেটিও এল মেসির তৈরি করা মুভ থেকেই।

Advertisement

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। মাঝমাঠে বল পেয়ে মেসি পাস দেন পাপু গোমেসকে। সেখান থেকে বল যায় মার্তিনেসের কাছে। গোল করতে ভুল করেননি ইন্টার মিলানের স্ট্রাইকার। প্রথমার্ধে দাপট দেখাচ্ছিল আর্জেন্টিনাই। গোল পাচ্ছিল না তারা। ৩৯ মিনিটে হঠাৎই ঝামেলায় জড়িয়ে পড়ে দুই দল। মেসিকে জোরালো ফাউল করেন হন্ডুরাসের ডেইবি ফ্লোরেস। মাটিতে কাতরাতে থাকেন মেসি। আর্জেন্টিনার বাকি ফুটবলাররা ঘিরে ধরেন ফ্লোরেসকে। হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। তবে রেফারির মধ্যস্থতায় ব্যাপারটি বেশি দূর এগোয়নি।

এর কিছু ক্ষণ পরেই ব্যবধান বাড়ায় আর্জেন্টিনা। বক্সের মধ্যে জিয়োভান্নি লো সেলসোকে ফাউল করেন মার্সেলো স্যান্টোস। পেনাল্টি থেকে গোল করেন মেসি। দ্বিতীয়ার্ধেও আর্জেন্টিনাই ম্যাচ নিয়ন্ত্রণে রাখে। মেসির তৃতীয় গোলটি দেখার মতো। বিপক্ষের ডিফেন্ডারের থেকে বল কেড়ে নিয়ে মেসিকে পাস দিয়েছিলেন এনজো ফের্নান্দেস। বক্সের বাইরে থেকেই চিপ করে গোলকিপারের মাথার উপর দিয়ে বল জালে জড়ান আর্জেন্টিনার অধিনায়ক।

Advertisement

হন্ডুরাসকে হারিয়ে টানা ৩৪ ম্যাচে অপরাজিত থাকল আর্জেন্টিনা। টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড রয়েছে ইটালির। সেই নজির ছোঁয়া এবং ভাঙার সুযোগ রয়েছে মেসিদের সামনে। আগামী মঙ্গলবার নিউ জার্সিতে জামাইকার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন