Major League Soccer

দু’ম্যাচ পর জয়ে ফিরলেন মেসিরা, তবু এমএলএসের সাপোর্টার্স শিল্ড হাতছাড়া মায়ামির

মেজর লিগ সকার জেতার সুযোগ নেই লিয়োনেল মেসিদের। দু’টি ম্যাচ বাকি রয়েছে ইন্টার মায়ামির। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার থেকে সাত পয়েন্টে পিছিয়ে রয়েছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ ১২:২৯
Share:

লিয়োনেল মেসি। ছবি: এক্স।

গোল পেলেন না লিয়োনেল মেসি। তবে জয় পেল ইন্টার মায়ামি। দু’ম্যাচে পয়েন্ট হারানোর পর বড় ব্যবধানে জয় পেল মায়ামি। শনিবার মেজর লিগ সকারের ম্যাচে নিউ ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জিতলেন মেসিরা। নিজে গোল না পেলেও সতীর্থদের জন্য একাধিক নিশ্চিত সুযোগ তৈরি করে দিয়েছেন এলএম টেন।

Advertisement

মায়ামির হয়ে দু’টি করে গোল করেছেন তাদেয়ো আলেন্দে এবং জর্দি আলবা। তিনটি গোলের বল সাজিয়ে দিয়েছেন মেসিই। এই জয়ের পরও হতাশ মায়ামির ফুটবলারেরা। কারণ সাপোর্টার্স শিল্ড হাতছাড়া হয়েছে মেসিদের। শনিবারই ফিলাডেলফিয়া ১-০ ব্যবধানে নিউ ইয়র্ক সিটিকে হারিয়ে শিল্ড জিতে নিয়েছে। আগের ম্যাচে শিকাগো ফায়ারের কাছে হারার পরই শিল্ড এক রকম হাতছাড়া হয়ে যায় মায়ামির।

শনিবার ঘরের মাঠে শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলেন মায়ামির ফুটবলারেরা। ৩২ মিনিটে মেসির কাছ থেকে বল পেয়ে দলকে এগিয়ে দেন আলেন্দে। প্রথমার্ধের শেষ মুহূর্তে দেখা যায় মেসি-আলবা জুটির ঝলক। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেন মেসিরা। এর পর দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা কিছুটা বাড়ান নিউ ইংল্যান্ডের ফুটবলারেরা। ফলও পান তাঁরা। ৫৯ মিনিটে দলের হয়ে ব্যবধান কমান ডোর টুর্গেম্যান। যদিও তাঁদের আনন্দ স্থায়ী হয়নি। ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে মায়ামিকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন আলেন্দে। এই গোলের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে মেসির। গোলের নিশ্চিত বল তিনিই সাজিয়ে দেন আলেন্দেকে। ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল (দলের চতুর্থ) করে দলের জয় নিশ্চিত করেন আলবা। এ দিনের ম্যাচের পর বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় সের্গিয়ো বুসকেতসকে। চলতি মরসুমের পরই তিনি অবসর নেবেন।

Advertisement

শনিবার জয়ের পর হ্যাভিয়ের মাসচেরানোর দলের ৩২ ম্যাচে ৫৯ পয়েন্ট। শীর্ষে রয়েছে ফিলাডেলফিয়া। তাদের ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট। ফলে মেসিদের পক্ষে তাদের টপকে যাওয়া সম্ভব নয় বাকি দু’ম্যাচে। ৩৩ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিনসিনাটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement