PSG

Lionel Messi: পিএসজি-তে ১০ নম্বর জার্সি পরে মাঠে নামলেন মেসি, কিন্তু...

এ দিনের ম্যাচে নেমার খেলেননি। এমবাপে ছিলেন রিজার্ভ বেঞ্চে। পরে মাঠে নামলেও গোল পাননি তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২ ১২:৪৫
Share:

১০ নম্বর জার্সিতে মেসি। ছবি: টুইটার থেকে

লিয়োনেল মেসির গায়ে আবার উঠল ১০ নম্বর জার্সি। প্যারিস যাওয়ার পর প্রথম বার এই জার্সিতে দেখা গেল তাঁকে। পিএসজি-তে ৩০ নম্বর জার্সি পরেন মেসি। কিন্তু কেন হঠাৎ ১০ নম্বর জার্সি পরলেন তিনি?

ফরাসি কাপে প্রথম একাদশের ফুটবলারদের ১ থেকে ১১ নম্বর জার্সি পরেই নামতে হয়। সেই নিয়মে গোলরক্ষকের জার্সি নম্বর ১, রক্ষণভাগের ফুটবলাররা পরেন ২ থেকে ৫ নম্বর জার্সি, মাঝ মাঠের ফুটবলার পরেন ৬ এবং ৮ নম্বর জার্সি। উইঙ্গাররা পরেন ৭ এবং ১১ নম্বর জার্সি। আক্রমণাত্মক মিডফিল্ডার পরেন ১০ নম্বর জার্সি এবং স্ট্রাইকার পরেন ৯ নম্বর জার্সি।

Advertisement

সেই নিয়মেই ১০ নম্বর জার্সি পরেন মেসি। এ দিনের ম্যাচে নেমার খেলেননি। এমবাপে ছিলেন রিজার্ভ বেঞ্চে। পরে মাঠে নামলেও গোল পাননি তিনি। ওজিসি নাইসের বিরুদ্ধে পেনাল্টিতে হেরে যায় পিএসজি। প্রি কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement