Lionel Messi and Cristiano Ronaldo

একই দিনে বিদায় রোনাল্ডো, মেসির ক্লাবের, ট্রফি আশা অধরাই থাকল দুই তারকার

প্রথমে বিদায় নিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব। পরে বিদায় লিয়োনেল মেসির ক্লাবের। বিশ্বের দুই প্রান্তে দুই ফুটবল তারকার ক্লাব একই দিনে বিদায় নিল। দুই ফুটবলারের ট্রফির আশা অধরাই থেকে গেল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মে ২০২৫ ১২:২৭
Share:

(বাঁ দিকে) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। লিয়োনেল মেসি (ডান দিকে)। ছবি: রয়টার্স।

প্রথমে বিদায় নিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব। পরে বিদায় লিয়োনেল মেসির ক্লাবের। বিশ্বের দুই প্রান্তে দুই ফুটবল তারকার ক্লাব একই দিনে বিদায় নিল। দুই ফুটবলারের ট্রফির আশা অধরাই থেকে গেল। রোনাল্ডোর আল নাসের বিদায় নিল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে। মেসির ইন্টার মায়ামি ছিটকে গেল চ্যাম্পিয়ন্স কাপ থেকে।

Advertisement

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে নিজের দেশেই খেলতে নেমেছিল আল নাসের। তারা ২-৩ গোলে হেরেছে জাপানের কাওয়াসাকি ফ্রন্টেলের কাছে। ফলে রোনাল্ডো এ বারও সৌদির ক্লাবটিকে চ্যাম্পিয়ন্স লিগ দিতে পারলেন না।

১০ মিনিটে তাতসুয়া ইতোর গোলে এগিয়ে যায় কাওয়াসাকি। সাদিয়ো মানে সমতা ফেরান। এর পরই রোনাল্ডোর হেড পোস্টে লাগে। কাওয়াসাকি এগিয়ে যায় ইয়ুতো ওজেকির গোলে। ৭৬ মিনিটে আবার গোল করে কাওয়াসাকি। এ বার গোল করেন আকিহিরো এনাগা। আল নাসেরের আয়মান ইয়াহিয়া একটি গোল করে আশা দেখিয়েছিলেন। তবে সমতা ফেরানোর গোল খুঁজে পায়নি আল নাসের।

Advertisement

এ দিকে, কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের কাছে ১-৩ গোলে হেরেছে মায়ামি। দু’মিনিটের ব্যবধানে গোল করে ব্রায়ান হোয়াইট এবং পেদ্রো ভিটে ভ্যাঙ্কুভারের জয় নিশ্চিত করেন। অপর গোলটি সেবাস্তিয়ান বারহল্টারের। মায়ামির একমাত্র গোল জর্ডি আলবার।

প্রথম পর্বে এমনিতেই ০-২ পিছিয়ে ছিল মায়ামি। ফলে এই ম্যাচটি তাদের অন্তত তিন গোলের ব্যবধানে জিততে হত। সেই তাগিদ কখনওই দেখা যায়নি মায়ামির খেলায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement