MLS Cup

ফাইনালে মায়ামি, মেজাজ হারালেন মেসি

ফ্লরিডায় ম্যাচের শুরু থেকেই উত্তেজনা ছিল চরমে। মায়ামির অধিনায়ক ডিফেন্ডার ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকনকে ফাউল করেন মোরালেস। সঙ্গে সঙ্গেই মেজাজ হারান মেসি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ০৬:৫৫
Share:

চর্চায়: ম্যাক্সিমিলিয়ানোর সঙ্গে তর্কে জড়ালেন মেসি। ছবি: ইমাজিন ইমেজেস।

প্রথমবার মেজর লিগ সকার কাপ (এমএলএস কাপ) ফাইনালে লিয়োনেল মেসির ইন্টার মায়ামি। নিউ ইয়র্ক সিটি এফসি-র বিরুদ্ধে ৫-১ গোলে জয়ের নেপথ্যে আর্জেন্টিনার ২৬ বছর বয়সি তাদেয়ো আলেন্দের দুরন্ত হ্যাটট্রিক। গোল না পেলেও বিপক্ষের ম্যাক্সিমিলিয়ানো মোয়ারেসের সঙ্গে বিবাদে জড়িয়ে চর্চার কেন্দ্রে মেসি।

ফ্লরিডায় ম্যাচের শুরু থেকেই উত্তেজনা ছিল চরমে। মায়ামির অধিনায়ক ডিফেন্ডার ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকনকে ফাউল করেন মোরালেস। সঙ্গে সঙ্গেই মেজাজ হারান মেসি। তেড়ে যান মোরালেসের দিকে। শুরু হয়ে যায় দু’দলের ফুটবলারদের মধ্যে বিবাদ। মেসি অবশ্য দ্রুত নিজেকে নিয়ন্ত্রণে আনেন। এর পরে আর ম্যাচে অবশ্য আর বড় কোনও ঘটনা ঘটেনি।

অগ্নিগর্ভ পরিস্থিতিতে ১৪ মিনিটে রদ্রিগো দি পলের পাস থেকে মায়ামিকে এগিয়ে দেন আলেন্দে। ২৪তম মিনিটে জর্দি আলবার ক্রসে মাথা ছুঁইয়ে ২-০ করেন তিনি। ম্যাচের ৩৭ মিনিটে নিউ ইয়র্ক সিটির জাস্টিন হাক গোল করে ব্যবধান কমান। ৬৭ মিনিটে মেসির পাস থেকে ৩-১ করেন মাতেয়ো সিলভেত্তি। ৮৩ মিনিটে জর্দির পাস থেকে ভালেস্কো সেগোভিয়া গোল করে ব্যবধান ৪-১ করে ফেলেন। ৮৯তম মিনিটে ইয়ানিক ব্রাইটের পাস থেকে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন আলেন্দে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন