UCL

Champions League: চ্যাম্পিয়ন্স লিগের সূচি ঘোষিত, কঠিন লড়াই বার্সার, মেসিরা কোন গ্রুপে

কঠিন গ্রুপে পড়েছে বার্সেলোনা। অন্য দিকে লিয়োনেল মেসির ক্লাব প্যারিস সঁ জঁ ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পুরনো ক্লাব জুভেন্টাস একই গ্রুপে রয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২২ ২৩:০৩
Share:

ইউসিএল ট্রফি। ছবি রয়টার্স।

আগামী মরসুমের চ্যাম্পিয়ন্স লিগের সূচি ঘোষণা হয়ে গেল। ইস্তানবুলে উয়েফার প্রতিনিধিরা এই সূচি ঘোষণা করেন। মোট আটটি গ্রুপ রয়েছে। প্রতি গ্রুপে চারটি করে দল। কঠিন গ্রুপে পড়েছে বার্সেলোনা। কারণ, একই গ্রপে রয়েছে বায়ার্ন মিউনিখ। অন্য দিকে লিয়োনেল মেসির ক্লাব প্যারিস সঁ জঁ ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পুরনো ক্লাব জুভেন্টাস একই গ্রুপে রয়েছে।

Advertisement

দেখে নিন কোন গ্রুপে কারা রয়েছে।

গ্রুপ এ: আয়াক্স, লিভারপুল, নাপোলি, রেঞ্জার্স।

Advertisement

গ্রুপ বি: পোর্তো, আতলেতিকো মাদ্রিদ, বায়ের লেভারকুসেন, ক্লাব ব্রাগ।

গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ইন্টার মিলান, ভিক্টোরিয়া প্লাজেন।

গ্রুপ ডি: ফ্র্যাঙ্কফুর্ট, টটেনহ্যাম হটস্পার, স্পোর্টিং, মার্সেই।

গ্রুপ ই: এসি মিলান, চেলসি, সালসবার্গ, ডায়নামো জাগ্রেব।

গ্রুপ এফ: রিয়াল মাদ্রিদ, লিপজিগ, শাখতার ডনেস্ক, সেল্টিক।

গ্রুপ জি: ম্যাঞ্চেস্টার সিটি, সেভিয়া, বুরুসিয়া ডর্টমুন্ড, কোপেনহেগেন।

গ্রুপ এইচ: প্যারিস সঁ জঁ, জুভেন্টাস, বেনফিকা, মাক্কাবি হাইফা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন