English Premier League 2025-26

খেলার শেষ মিনিটে গোল ১৬ বছরের রিয়োর ! ৫ গোলের নাটকে জয় লিভারপুলের

টান টান ম্যাচ জিতল লিভারপুল। শেষ মিনিটে গোল করলেন লিভারপুলের ১৬ বছর বয়সি ফুটবলার রিয়ো এনগুমোহা। পর পর দু’ম্যাচ জিতে শুরুটা ভাল হল গত বারের চ্যাম্পিয়নদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৫ ১১:৩৭
Share:

গোল করে দলকে জিতিয়ে উল্লাস লিভারপুলের রিয়োর। ছবি: রয়টার্স।

এ বার শুরু থেকেই জমে উঠেছে প্রিমিয়ার লিগ। নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে টান টান ম্যাচ জিতেছে লিভারপুল। শেষ মিনিটে গোল করেছেন লিভারপুলের ১৬ বছর বয়সি ফুটবলার রিয়ো এনগুমোহা। ফলে পর পর দু’ম্যাচ জিতে শুরুটা ভাল হয়েছে গত বারের চ্যাম্পিয়নদের।

Advertisement

প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউক্যাসলের ঘরের মাঠে তাদের মুখোমুখি হয়েছিল লিভারপুল। অ্যাওয়ে ম্যাচ হলেও প্রথম ধাক্কা দেয় আর্নে স্লটের দল। ৩৫ মিনিটে রায়ান গ্র্যাভেনবার্কের গোলে এগিয়ে যায় তারা। ২৫ গজ দূর থেকে জোরালো শটে গোল করেন তিনি। বিরতির ঠিক আগে আরও চাপে পড়ে নিউক্যাসল। ভির্জিল ভ্যান ডাইককে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় অ্যান্থনি গর্ডনকে। ফলে গোটা দ্বিতীয়ার্ধ জুড়ে ১০ জনে খেলে নিউক্যাসল।

দ্বিতীয়ার্ধে খেলা শুরুর ২০ সেকেন্ডের মাথায় লিভারপুলের হয়ে দ্বিতীয় গোল করেন হুগো একিটিকে। দু’গোলে পিছিয়ে থেকে লিভারপুলের ১১ ফুটবলারের বিরুদ্ধে নিউক্যাসলের ১০ জনের লড়াই সহজ ছিল না। সেটাই করে দেখান নিউক্যাসলের ফুটবলারেরা। লড়াই ছাড়েনি নিউক্যাসল। তারা আক্রমণের ঝাঁজ বাড়াতে শুরু করে। তার ফলও মেলে। ৫৭ মিনিটে এক গোল শোধ করেন ব্রুনো গিমারেস। ৮৮ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন উইলিয়াম ওসুলা। ০-২ থেকে ২-২ করে নিউক্যাসল।

Advertisement

দেখে মনে হচ্ছিল, ১০ জনের নিউক্যাসলকে হারাতে পারবে না লিভারপুল। খেলার মাঝে সময় নষ্ট হওয়ায় ১০ মিনিট সংযুক্তি সময় দেওয়া হয়। সেটা কাজে লাগায় লিভারপুল। রেফারির শেষ বাঁশি বাজ়ার আগে ১০০ মিনিটের মাথায় গোল করেন কিশোর রিয়ো। তাঁর পায়ে ড্র হয়ে যাওয়া ম্যাচ জেতে গত বারের চ্যাম্পিয়ন দল।

প্রিমিয়ার লিগের প্রথম দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট লিভারপুলের। পয়েন্ট তালিকায় তিন নম্বরে রয়েছে তারা। প্রথম স্থানে আর্সেনাল। দ্বিতীয় স্থানে টটেনহ্যাম। তারাও ৬ পয়েন্ট পেয়েছে। কিন্তু গোলপার্থক্যে উপরে রয়েছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement