ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবলে ১৬ নম্বরে রয়েছে ম্যান ইউ। —প্রতীকী চিত্র।
ক্রমাগত ব্যর্থতার জেরে প্রবল আর্থিক সঙ্কটে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ইংল্যান্ডের সংবাদমাধ্যমের দাবি, পরিস্থিতি সামলাতে দলের সব ফুটবলারদেরই বিক্রি করার কথা ভাবছেন কর্তৃপক্ষ।
ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবলে ১৬ নম্বরে রয়েছে ম্যান ইউ। আগামী মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনের জন্য শেষ ভরসা ছিল ইউরোপা লিগ। টটেনহ্যাম হটস্পারের কাছে ০-১ হেরে সেই আশাও শেষ হয়ে গিয়েছে।
চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জন করতে পারলে প্রায় ১০ কোটি পাউন্ড আয় করতে পারত ম্যান ইউ। দল গঠনে এই অর্থ ব্যয় করতে পারতেন ওল্ড ট্র্যাফোর্ডের কর্তারা। ম্যান ইউয়ের শেয়ারের মূল্য প্রায় ৬০ শতাংশ পড়ে গিয়েছে। পরিস্থিতি সামলাতে ব্রুনো ফার্নান্দেস, কাসেমিরো, কোবি মাইনু, লুক শ, হ্যারি ম্যাগুয়ের, আন্দ্রে ওনানা এবং আলেসান্দ্রো গারনাচোদের বিক্রির ভাবনা ম্যান ইউয়ের।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে