Manchester United

নতুন মরসুমেও দুর্দশা কাটল না ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের, প্রথম ম্যাচেই হার আর্সেনালের কাছে

গত মরসুমে ১৫ নম্বরে শেষ করেছিল তারা। এ মরসুমের প্রথম ম্যাচেই হারের মুখ দেখতে হল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। রবিবার ঘরের মাঠে ০-১ গোলে হেরে গেল আর্সেনালের কাছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৫ ২২:৫৯
Share:

হারের পর হতাশ ম্যান ইউয়ের এমবিউমো। ছবি: রয়টার্স।

গত মরসুমে ১৫ নম্বরে শেষ করেছিল তারা। এ মরসুমের প্রথম ম্যাচেই হারের মুখ দেখতে হল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। রবিবার ঘরের মাঠে ০-১ গোলে হেরে গেল আর্সেনালের কাছে। ম্যাচের একমাত্র গোল রিকার্ডো কালাফিয়োরির।

Advertisement

ম্যাচের শুরু থেকে লম্বা বলে খেলার চেষ্টা করছিল ম্যান ইউ। চেষ্টা ছিল আর্সেনালের রক্ষণে বল ফেলে সেখান থেকে গোল করার। আর্সেনালের গোল লক্ষ্য করে প্রথম শট নেন ম্যান ইউয়ের নতুন ফুটবলার ব্রায়ান এমবিউমো। গোলের কাছাকাছি সুযোগ পেয়েছিলেন প্যাট্রিক ডোরগুও। তাঁর শট বাইরে যায়। আর্সেনালকে একেবারেই ছন্দে লাগছিল না।

তবে খেলার বিপরীতে গোল পেয়ে যায় তারাই। ব্রুনো ফের্নান্দেসের থেকে বল পান মার্টিন ওডেগার্ড। লেনি ইয়োরোকে টপকে বল ক্রস করার চেষ্টা করলেও সেটি কর্নার হয়ে যায়। কর্নার থেকে সহজ বলও ক্লিয়ার করতে পারেননি ম্যান ইউ গোলকিপার আলতায় বায়িন্দির। দ্বিতীয় পোস্টে থাকা কালাফিয়োরি হেডে গোল করেন।

Advertisement

দু’দলই চেষ্টা করছিল মাঝমাঠের দখল নেওয়ার। আর্সেনাল কিছুটা হলেও এগিয়েছিল। ৩০ মিনিটে ডোরগুর শট পোস্টে লাগে। গোলের সুযোগ নষ্ট করেন ম্যাথেউস কুনহা। ৩৯ মিনিটে অল্পের জন্য গোল করতে পারেননি। তাঁর শট বাঁচিয়ে দেন আর্সেনাল গোলকিপার ডেভিড রায়া।

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি নামেন ম্যান ইউয়ের নতুন ফরোয়ার্ড বেঞ্জামিন সেসকো। তবে খুব একটা কাজের কাজ হয়নি। দু’বার গোলের সুযোগ পেয়েছিলেন এমবিউমো। তবে কাজে লাগাতে পারেননি। উল্টে আর্সেনালের ডেক্লান রাইসের একটি ফ্রিকিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

এ দিন চেলসি এবং ক্রিস্টাল প্যালেসের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement