Manchester United- Crystal Palace

তিন ম্যাচ পরে জয় ম্যান ইউনাইটেডের

প্রথমার্ধে জাঁ-ফিলিপ মাতেতার পেনাল্টিতে পিছিয়ে পড়েছিল ইউনাইটেড। কিন্তু বিরতির পর জ়ার্কজ়ি ও ম্যাসন মাউন্টের গোলে তিন ম্যাচ পর জয়ের স্বাদ পেল ইউনাইটেড।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ০৬:৩৩
Share:

সেলহার্স্ট পার্কে খেলতে এসে প্রথম দল হিসেবে জয় নিয়ে ফিরছে ইউনাইটেড। ছবি: রয়টার্স।

প্রায় এক বছর পরে ইংলিশ প্রিমিয়ার লিগে গোল পেলেন জোশুয়া জ়ার্কজ়ি। ইপিএলে টানা তিন ম্যাচ পরে জিতল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ক্রিস্টাল প্যালেসের ঘরের মাঠে ২-১ জিতল রুবেন আমোরিমের দল।

প্রথমার্ধে জাঁ-ফিলিপ মাতেতার পেনাল্টিতে পিছিয়ে পড়েছিল ইউনাইটেড। কিন্তু বিরতির পর জ়ার্কজ়ি ও ম্যাসন মাউন্টের গোলে তিন ম্যাচ পর জয়ের স্বাদ পেল ইউনাইটেড।

২০২৪ সালের ডিসেম্বরে এভার্টনের বিরুদ্ধে গোল করার পরে লিগে আর জালে বল জড়াতে পারছিলেন না জ়ার্কজ়ি। ডাচ ফরোয়ার্ড গোল পাননি টানা ২৪ ম্যাচে। বোলোনিয়া থেকে ৩ কোটি ৬০ লাখ পাউন্ডে নিয়েছিল ইউনাইটেড। কিন্তু কোনও ভাবেই গোল পাচ্ছিলেন না। চেলসি থেকে ইউনাইটেডের যোগ দেওয়া মাউন্টের সময়ও ভাল যাচ্ছিল না। চোটের সঙ্গেই বেশি লড়াই করতে হচ্ছিল তাঁকে। চলতি মরসুমে দ্বিতীয় গোল পেলেন তিনি।

সোমবার ওল্ড ট্র্যাফোর্ডে ১০ জনের এভারটনের কাছে হারার পর এই জয় আমোরিমের দলের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে। এ বছরের ১৫ ফেব্রুয়ারির পর সেলহার্স্ট পার্কে খেলতে এসে প্রথম দল হিসেবে জয় নিয়ে ফিরছে ইউনাইটেড।

অন্য দিকে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ২-০ জেতে লিভারপুল। ৬০ মিনিটে গোল করেন আলেকজ়ান্ডার ইসাক। সংযুক্ত সময় ২-০ করেন কোডি গাকপো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন