Mohammedan Sporting Club

আইএসএলে আবার হারের হ্যাটট্রিক মহমেডানের, পয়েন্ট তালিকায় থাকল সবার শেষেই

লড়াইটা ছিল আইএসএলের পয়েন্ট তালিকায় সবচেয়ে নীচে থাকা দুই দলের। জিতে এক ধাপ উঠে আসার সুযোগ ছিল। তা হেলায় হারাল মহমেডান। শনিবার অ্যাওয়ে ম্যাচে হায়দরাবাদের কাছে ১-৩ গোলে হারল মেহরাজউদ্দিন ওয়াডুর দল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৪
Share:

গোল করলেও হায়দরাবাদের কাছে হারল মহমেডান। ছবি: সমাজমাধ্যম।

হায়দরাবাদ ৩ (অ্যালান, রামচুংলুঙ্গা, সানি)
মহমেডান ১ (মাকান ছোটে)

Advertisement

লড়াইটা ছিল আইএসএলের পয়েন্ট তালিকায় সবচেয়ে নীচে থাকা দুই দলের। ১২ নম্বরে থাকা হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমেছিল ১৩ নম্বরে থাকা মহমেডান। জিতে এক ধাপ উঠে আসার সুযোগ ছিল। তা হেলায় হারাল মহমেডান। শনিবার অ্যাওয়ে ম্যাচে হায়দরাবাদের কাছে ১-৩ গোলে হারল মেহরাজউদ্দিন ওয়াডুর দল। ভাল খেলেও হারতে হল সাদা-কালো ব্রিগেডকে।

হারলেও মহমেডান যে খুব খারাপ খেলেছে যা বলা যাবে না। গোটা ম্যাচে ২১টি শট নিয়েছে তারা। তার মধ্যে আটটি শট গোলে। তবে বিপক্ষের গোলমুখের সামনে ব্যর্থতা এবং আক্রমণের সময় ভুলভাল সিদ্ধান্তের কারণে হারতে হল মহমেডানকে।

Advertisement

মহমেডান প্রথম গোল খেয়েছে গোলকিপার ভাস্কর রায়ের ভুলে। ডান দিক থেকে বল ভাসিয়েছিলেন মহম্মদ রফি। সেই পাস ধরে চকিতে শট নিয়েছিলেন অ্যালান মিরান্ডা। গোলের থেকে ভাস্কর অনেকটাই এগিয়ে ছিলেন। তবু বল এসেছিল তাঁর দিকেই। জোরালো শট অনায়াসে ফিস্ট করে উড়িয়ে দিতে পারতেন। তা না করে ধরতে গেলেন। বল হাত ফস্কে জালে জড়িয়ে গেল।

মহমেডানের বেশির ভাগ আক্রমণই হচ্ছিল আলেক্সিস গোমেজ়‌ের পাস থেকে। ৩৮ মিনিটের মাথায় জোডিংলিয়ানা রালতের পাস পেয়েছিলেন গোমেজ়। শট নিলেও তাতে সে ভাবে জোর না থাকায় বাঁচিয়ে দেন বিপক্ষ গোলকিপার অর্শদীপ সিংহ।

প্রথমার্ধ শেষের একটু আগে বক্সের বাইরে ফ্রিকিক পেয়েছিল হায়দরাবাদ। সরাসরি ফ্রিকিকে গোল করেন রামলুনচুঙ্গা। দ্বিতীয়ার্ধে মাকান ছোটে একটি গোল শোধ করে মহমেডানের পয়েন্ট পাওয়ার আশা জাগিয়েছিলেন। তবে সংযুক্তি সময়ে জোসেফ সানির গোল মহমেডানের পয়েন্ট পাওয়ার সব সম্ভাবনা শেষ করে দেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement