East Bengal vs Mohun Bagan

ফুটবলার-কোচ দুই মেরুতে! ডার্বিতে মোহনবাগান ডিফেন্ডার অলড্রেড ইস্টবেঙ্গলকে এগিয়ে রাখলেও পাত্তা দিচ্ছেন না কোচ মোলিনা

প্রথম ম্যাচে চেন্নাইয়িনকে হারানোর পর যে খুশির পরিবেশ ছিল মোহনবাগানে, তা উধাও হয়ে গিয়েছে ডেম্পোর সঙ্গে ড্রয়ের পর। কলকাতা ডার্বি মোহনবাগানের কাছে মরণবাঁচন ম্যাচ। তবে বিপক্ষকে এগিয়ে রাখলেন না মোহনবাগান কোচ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৭:৫৭
Share:

মোহনবাগানের কোচ হোসে মোলিনা। ছবি: সমাজমাধ্যম।

প্রথম ম্যাচে চেন্নাইয়িনকে হারানোর পর যে খুশির পরিবেশ ছিল মোহনবাগানে, তা উধাও হয়ে গিয়েছে ডেম্পোর সঙ্গে ড্রয়ের পর। প্রথম ম্যাচের পর অনেকেই ভেবেছিলেন হেসেখেলে সুপার কাপের সেমিফাইনালে উঠবে মোহনবাগান। তবে শুক্রবার সুপার কাপে কলকাতা ডার্বি মোহনবাগানের কাছে মরণবাঁচন ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। যা অবস্থা, তাতে জেতা ছাড়া আর কোনও অঙ্কই বাকি নেই মোহনবাগানের সামনে। আইএফএ শিল্ড ফাইনালের পর আবার হারাতে হবে ইস্টবেঙ্গলকে।

Advertisement

দলের ডিফেন্ডার টম অলড্রেড বলেছিলেন, এ বারের ডার্বিতে ইস্টবেঙ্গলই এগিয়ে। কিন্তু উল্টো সুর কোচের গলায়। শুক্রবার ইস্টবেঙ্গল যে এগিয়ে থেকে নামবে তা মানতে চাইলেন না কোচ হোসে মোলিনা। মোহনবাগানের কোচ বলেছেন, “আরও এক বার ডার্বি খেলতে হচ্ছে। তবে আমাদের দৃষ্টিভঙ্গি একই রকম থাকবে। আমরা জানি ইস্টবেঙ্গল কেমন দল। তবে ওদের অবাক করে দেওয়ার ক্ষমতা রয়েছে আমাদের। জেতার জন্যই মাঠে নামব।”

গ্রুপে গোলপার্থক্যে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। ড্র করলেই সেমিফাইনালে উঠে যাবে। সে সব মাথাতেই রাখছেন না মোলিনা। বলেন, “ডেম্পোর কাছে হারলে আরও ভাল জায়গায় থাকতাম। তবে এখন যে দলের পরিবেশ খারাপ তা বলতে রাজি নই। এই ডার্বি অন্য যে কোনও ডার্বির মতোই। জিততে হবে, এটাই আসল কথা। আমাদের অতিরিক্ত পরিশ্রম করতে হবে। শিল্ডে হারিয়েছিলাম। আরও এক বার হারানোর সুযোগ রয়েছে। ওরা গোলপার্থক্যে এগিয়ে, এতে আমার কোনও মাথাব্যথা নেই। দল মাঠে নামলে শুধু জয়েরই চিন্তা করি।”

Advertisement

প্রথম ম্যাচে জোড়া গোল করেছিলেন জেমি ম্যাকলারেন। তবে ডেম্পোর বিরুদ্ধে প্রথম একাদশে চার বিদেশি রেখেও জিততে পারেনি মোহনবাগান। রবসন, জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোসদের খেলায় এমন কিছু ছিল না যা চোখে পড়তে পারে। কেন বিদেশিরা এত খারাপ ফর্মে? মোলিনার উত্তর, “এই মরসুমটা কারও কাছেই সহজ নয়। যদি ম্যাচ খেলতে না পারেন তা হলে নিজের সেরাটা দেওয়া সম্ভব নয়। অনুশীলনে নিজের সেরার কাছাকাছি পৌঁছতে পারেন। তার বেশি নয়। সমর্থক থেকে ফুটবলার, কারও কাছেই সময়টা ভাল যাচ্ছে না। আমি চেষ্টা করছি সকলকে চাঙ্গা রাখার।”

কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলের শক্তি কোথায়? মোলিনার ব্যাখ্যা, “ইস্টবেঙ্গল বরাবরই মোহনবাগানের বিরুদ্ধে ওদের সেরাটা দেয়। গত মরসুম, এই মরসুম একই জিনিস দেখছি। আগের থেকে অনেক উন্নতি করেছে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলা সব সময়েই কঠিন। ওদের অনেক ভাল ফুটবলার রয়েছে। তবে আমাদের বিশ্বাস, ম্যাচটা জিততে পারি।”

ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজ়‌ো বিরক্তি প্রকাশ করেছিলেন পর পর ডার্বি নিয়ে। তার উল্টো কথা বলেছেন মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বসু। তাঁর কথায়, “সব ফুটবলারই ডার্বি খেলার জন্য মুখিয়ে থাকে। আমিও তার ব্যতিক্রম নই। যত বেশি সম্ভব ডার্বি খেলতে এবং জিততে চাই। সমর্থকেরাও ডার্বি দেখতে চায়। যত ডার্বি হবে ভালই হবে। প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হবে এটাই আসল। এতে ফুটবলারদেরও উন্নতি হচ্ছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement