Calcutta Football League 2025

কলকাতা লিগে আবার পয়েন্ট নষ্ট মোহনবাগানের, সুরুচির বিরুদ্ধে কোনও রকমে ড্র সবুজ-মেরুনের

কলকাতা লিগে আবার পয়েন্ট নষ্ট করল মোহনবাগান। সুরুচি সংঘের বিরুদ্ধে ড্র করল তারা। এই ম্যাচের পর পয়েন্ট তালিকায় পিছিয়ে পড়েছে সবুজ-মেরুন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ১৯:৫৪
Share:

মোহনবাগান বনাম সুরুচি সংঘ ম্যাচের এক মুহূর্ত। ছবি: সংগৃহীত।

গত রবিবার ডুরান্ড কাপের ডার্বিতে ইস্টবেঙ্গলের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে মোহনবাগান। এ বার কলকাতা লিগেও পয়েন্ট নষ্ট করল তারা। বৃহস্পতিবার সুরুচি সংঘের বিরুদ্ধে কোনও রকমে ড্র করল মোহনবাগান। এই ম্যাচের পর পয়েন্ট তালিকায় পিছিয়ে পড়েছে সবুজ-মেরুন।

Advertisement

নৈহাটি স্টেডিয়ামে সুরুচির বিরুদ্ধে প্রথম দলের অনেক ফুটবলারকে পায়নি মোহনবাগান। চ্যাম্পিয়ন্স লিগের দিকে তাকিয়ে দীপেন্দু বিশ্বাস, অভিষেক সূর্যবংশী, সুহের ভাটদের খেলানো হয়নি। ফলে দায়িত্ব ছিল করণ রাই, পাসাং দোরজি তামাং, লিওয়ান কাস্তানাদের উপর। তাঁর নজর কাড়তে ব্যর্থ।

শুরু থেকেই মোহনবাগানের খেলায় বোঝাপড়ার অভাব স্পষ্ট ছিল। ফলে আক্রমণ তৈরি হচ্ছিল না। উল্টোদিকে সুরুচি এ বার ভাল খেলছে। সেটা তাদের খেলা দেখে বোঝা যাচ্ছিল। প্রথমার্ধের সংযুক্তি সময়ে সুরুচিকে এগিয়ে দেন জোসেফ হাকিপ। ফলে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় তারা।

Advertisement

দ্বিতীয়ার্ধেও মোহনবাগানের খেলায় সেই ঝাঁজ দেখা যাচ্ছিল না। ডেগি কার্ডোজ়ো সব রকম চেষ্টা করেও সুরুচির গোলের মুখ খুলকে পারছিলেন না। রঞ্জন ভট্টাচার্যের ছেলেদের রক্ষণ ছিল মজবুত। দেখে মনে হচ্ছিল, আরও একটা ম্যাচ হারতে হবে বাগানকে। তবে খেলা শেষ হওয়ার আগে ৮৭ মিনিটেক মাথায় গোল করে সমতা ফেরান তুষার বিশ্বকর্মা। সমতা ফেরানোর পর বাগানের খেলায় ঝাঁজ দেখা যায়। কিন্তু আর গোল করতে পারেনি তারা। ১-১ গোলে শেষ হয় খেলা।

এই ম্যাচের পর কলকাতা লিগের পয়েন্ট তালিকায় ছ’নম্বরে মোহনবাগান। ৭ ম্যাচে ১১ পয়েন্ট তাদের। সুরুচি ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে। ৯ ম্যাচে ১৭ পয়েন্চ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। শীর্ষে পুলিশ এসি। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। কলকাতা লিগে দুই প্রধানকেই হারিয়েছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement