আইএসএল বেঙ্গালুরু ০ মুম্বই ২
ISL 2024-25

সুনীলদের হারিয়ে মুম্বই প্লে-অফে, বিদায় ওড়িশার

আইএসএলের প্লে-অফে আগেই পৌঁছে গিয়েছে বেঙ্গালুরু। কিন্তু মুম্বইয়ের ভবিষ্যৎ নির্ভর করছিল এই ম্যাচের উপরে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৫ ০৮:৫০
Share:

গোল করে উদযাপন লালিয়ানজ়ুয়ালা ছাংতের। ছবি: আইএসএল।

অপেক্ষার অবসান মুম্বই সিটি এফসি-র। মঙ্গলবার বেঙ্গালুরু এফসি-কে ২-০ হারিয়ে ষষ্ঠ দল হিসেবে প্লে-অফে পৌঁছে গেল আইএসএলে গত বারের কাপ চ্যাম্পিয়নরা। নেপথ্যে, লালিয়ানজ়ুয়ালা ছাংতে-নিকোলাস কারেলিস যুগলবন্দি।

আইএসএলের প্লে-অফে আগেই পৌঁছে গিয়েছে বেঙ্গালুরু। কিন্তু মুম্বইয়ের ভবিষ্যৎ নির্ভর করছিল এই ম্যাচের উপরে। কারণ, আগের ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে হেরে প্রবল চাপে পড়ে গিয়েছিলেন ছাংতে-রা। সুনীলদের লক্ষ্য ছিল ঘরের মাঠে জয় দিয়েই চলতি মরসুমে আইএসএলে লিগ পর্ব শেষ করা। মুম্বইকে অন্তত এক পয়েন্ট অর্জন করতেই হত। বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলেন বিক্রম প্রতাপ সিংহেরা। পাঁচ মিনিটের মধ্যে ছাংতে জালে বল জড়িয়েও দেন। কিন্তু অফসাইডের কারণে তাঁর গোল বাতিল হয়ে যায়। ৮ মিনিটে পেনাল্টি বক্সের মধ্যে থেকে নেওয়া হর্ঘে ওর্তিসের বাঁ-পায়ের শট ক্রসবারে লেগে মাটিতে পড়ার আগেই নিকোলাস হেড করেন ছাংতের উদ্দেশে। ঠান্ডা মাথায় ১-০ করেন মুম্বই তারকা। গোলের পরে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ে মুম্বইয়ের। ৩৬ মিনিটে ফের বিপর্যয় নেমে আসে বেঙ্গালুরু শিবিরে। নিজেদের পেনাল্টি বক্সের মধ্যে নিকোলাসকে ফাউল করেন বেঙ্গালুরুর ডিফেন্ডার আলেকজ়ান্ডার ইয়োভানোভিচ। রেফারি সঙ্গে সঙ্গেই পেনাল্টির নির্দেশ দেন। গোলরক্ষকের বাঁ-দিক দিয়ে নিকোলাস বল জালে জড়িয়ে দেন। দ্বিতীয়ার্ধেও আধিপত্য ছিল মুম্বইয়ের। যদিও ব্যবধান বাড়াতে পারেননি ছাংতে-রা। মুম্বইয়ের এই জয়ের ফলে শেষ হয়ে গেল ওড়িশা এফসি-র প্লে-অফে খেলার আশা।

২৪ ম্যাচ থেকে ৩৮ পয়েন্ট অর্জন করে বেঙ্গালুরু লিগ শেষ করল চতুর্থ স্থানে। সমসংখ্যক ম্যাচ খেলে ষষ্ঠ স্থানে থাকা মুম্বইয়ের সংগ্রহে ৩৬ পয়েন্ট। ওড়িশা শেষ করল ৩৩
পয়েন্ট নিয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন