Neymar in India

ভারতে খেলতে আসছেন নেমার, চ্যাম্পিয়ন্স লিগে আল হিলালের গ্রুপে মুম্বই

ভারতে খেলতে আসতে চলেছেন নেমার। বৃহস্পতিবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ের ড্র হল। সেখানে মুম্বই সিটি এফসির গ্রুপে রয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল, যে ক্লাবে সদ্য যোগ দিয়েছেন নেমার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৩ ১৪:০৭
Share:

নেমার। — ফাইল চিত্র।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দেখা হচ্ছে না ভারতের। কিন্তু এ দেশে খেলতে আসতে চলেছেন নেমার। বৃহস্পতিবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ের ড্র হল। সেখানে মুম্বই সিটি এফসির গ্রুপে রয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল, যে ক্লাবে সদ্য যোগ দিয়েছেন নেমার। ফলে আগামী দিনে নেমারকে পুণেয় খেলতে আসতে দেখা যাবে। রোনাল্ডোর ক্লাব আল নাসের পড়ল অন্য গ্রুপে। যদি নেমার না-ও আসেন, তা হলেও আন্তর্জাতিক ফুটবলের একাধিক তারকাকে খেলতে দেখার সুযোগ রয়েছে। কারণ, আল হিলাল সম্প্রতি অনেক ফুটবলারকেই সই করিয়েছে।

Advertisement

গত আইএসএলের লিগ শিল্ড জেতার সুবাদে এ বার সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছে মুম্বই। তারা ছিল তৃতীয় পটে। সেখানেই পড়েছে মুম্বই সিটি এফসি। লিয়োনেল মেসি অতীতে এ দেশে খেলে গিয়েছেন। তাই অনেকেই চাইছিলেন, রোনাল্ডোকে যদি দেখা যায় তা হলে ষোলো কলা পূর্ণ হবে। সেই প্রত্যাশা অন্তত এ বারে মিটছে না। কিন্তু নেমারকে দেখার সুযোগ থাকছে।

আল হিলাল কিছু দিন আগে সই করিয়েছে নেমারকে। তার পরে ক্লাবে যোগ দিয়েছেন কাতার বিশ্বকাপে নজরকাড়া মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনো। সার্বিয়ার আলেকজান্ডার মিত্রোভিচকেও হিলালের জার্সি গায়ে দেখা যাবে। এ ছাড়া চেলসিতে খেলা কালিদৌ কৌলিবালি, পর্তুগালে রোনাল্ডোর সতীর্থ এবং ইপিএলের উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের প্রাক্তন ফুটবলার রুবেন নেভেস, সার্বিয়ার সের্গেই মিলিঙ্কোভিচ স্যাভিচ, বার্সেলোনার প্রাক্তনী তথা ব্রাজিলের ফুটবলার ম্যালকম। এ ছাড়া সৌদি আরবের জাতীয় দলে খেলা একাধিক ফুটবলার তো রয়েছেনই। তার মধ্যে বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে যে দু’জন গোল করেছিলেন, সেই আল-সেহরি এবং আল-দাওয়াসারি রয়েছেন আল হিলালে।

Advertisement

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ সি-তে পড়েছে মুম্বই। আল হিলাল ছাড়াও সেই গ্রুপে রয়েছে ইরানের ক্লাব নাসাজি মাসান্দারান এবং উজবেকিস্তানের ক্লাব নবখর। গত বারের চ্যাম্পিয়ন্স লিগে আল কুওয়া আল জাওয়াইয়ার বিরুদ্ধে দুটি ম্যাচ জিতেও পরের রাউন্ডে ওঠা হয়নি মুম্বইয়ের। এ বার তাদের প্রতিপক্ষ যারা, তাদের বিরুদ্ধে লড়াই অনেক বেশি কঠিন। তবে মুম্বই এ বার ঘরের মাঠে নয়, খেলবেন পুণের বালেওয়াড়ি স্টেডিয়ামে। সেখানে দর্শকসংখ্যা ১১ হাজারের কিছু বেশি। ফলে খুব বেশি মানুষ নেমারকে দেখার সুযোগ পাবেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন