PSG win Super Cup

দু’গোলে পিছিয়ে পড়েও প্রত্যাবর্তন, টটেনহ্যামকে হারিয়ে সুপার কাপ জিতল প্যারিস সঁ জরমঁ, গাজ়া নিয়ে প্রতিবাদ উয়েফার

বছরের অষ্টম মাস চলছে। এর মধ্যেই পঞ্চম ট্রফি ঘরে তুলে ফেলল প্যারিস সঁ জরমঁ। বুধবার রাতে উয়েফা সুপার কাপ ফাইনালে টাইব্রেকারে হারাল টটেনহ্যাম হটস্পারকে। ইটালির উদিনেতে দু’গোলে পিছিয়ে পড়েও জিতেছে লুই এনরিকের দল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ১০:৪৬
Share:

সুপার কাপ নিয়ে উচ্ছ্বাস পিএসজি ফুটবলারদের। ছবি: রয়টার্স।

বছরের অষ্টম মাস চলছে। এর মধ্যেই পঞ্চম ট্রফি ঘরে তুলে ফেলল প্যারিস সঁ জরমঁ। বুধবার রাতে উয়েফা সুপার কাপ ফাইনালে টাইব্রেকারে হারাল টটেনহ্যাম হটস্পারকে। ইটালির উদিনেতে দু’গোলে পিছিয়ে পড়েও জিতেছে লুই এনরিকের দল। সুপার কাপের ম্যাচ হয় চ্যাম্পিয়ন্স লিগের বিজয়ী বনাম ইউরোপা লিগের বিজয়ীদের মধ্যে।

Advertisement

গত মরসুমে প্রিমিয়ার লিগে ১৭ নম্বরে শেষ করলেও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ জিতেছিল টটেনহ্যাম। অন্য দিকে, ইন্টার মিলানকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল পিএসজি। এই ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে অনেকেই ভেবেছিলেন টটেনহ্যাম হেসেখেলে জিতবে। ২-০ এগিয়ে গিয়েছিল তারা। ৩৯ মিনিটে টটেনহ্যামকে এগিয়ে দেন মিকি ফান ডার ভেন। ৪৮ মিনিটে ব্যবধান বাড়ান টটেনহ্যামের নতুন অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমেরো। দুই ক্ষেত্রেই ভুল করেন পিএসজি-র নতুন গোলকিপার লুকাস শেভালিয়ের।

শেষ কয়েক মিনিটে খেলা ঘুরিয়ে দেয় পিএসজি। ৮৫ মিনিটে এক গোল শোধ করেন লি কাং-ইন। দূরপাল্লার শটে গোল করেন তিনি। সংযুক্তি সময়ের চতুর্থ মিনিটে ওসমানে দেম্বেলের ক্রস থেকে সমতা ফেরান গন্সালো রামোস।

Advertisement

পেনাল্টি শুটআউটে পিএসজি-র ভিটিনহা মিস্ করলেও বাকি চার জনই গোল করেন। তবে টটেনহ্যামের ফান দে ভান এবং ম্যাথিস টেল গোল করতে পারেননি। নুনো মেন্দেসের গোলে ট্রফি নিশ্চিত হয় পিএসজির। তারা এ বছর ফরাসি লিগ, ফরাসি কাপ, ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। ক্লাব বিশ্বকাপের ফাইনালে না হারলে ছ’টা ট্রফি হয়ে যেত।

এ দিকে, ম্যাচের আগে গাজ়‌া এবং বিশ্বের নানা জায়গায় চলা গণহত্যার বিরোধিতা করল উয়েফা। একটা বড় ব্যানার টাঙায় তারা। তাতে লেখা ছিল, “শিশুহত্যা বন্ধ করো। গণহত্যা বন্ধ করো।” সম্প্রতি বিভিন্ন সংস্থার সঙ্গে হাত মিলিয়ে উয়েফা যুদ্ধবিধ্বস্তদের সাহায্য করছে। গাজ়া ছাড়াও আফগানিস্তান, লেবানন, সুদান, সিরিয়া, ইয়েমেন এবং ইউক্রেনে সাহায্য পাঠাচ্ছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement