English Premier League

ম্যান ইউ-এর কঠিন পরীক্ষা, রিয়ালের ভরসা বেলিংহ্যাম

গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের কাছে ০-১ গোলে হারের পরে সমালোচনায় বিদ্ধ এরিক টেন হ্যাগের দল। সেই ধাক্কা সামলে ওঠার আগেই ফের নতুন পরীক্ষা কাসেমিরোদের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ ০৭:০৭
Share:

মহড়া: সোমবার অনুশীলনের ফাঁকে ব্রুনো এবং অ্যান্টনি। ছবি: রয়টার্স।

নতুন মরসুমেও সঙ্কট কাটেনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের কাছে ০-১ গোলে হারের পরে সমালোচনায় বিদ্ধ এরিক টেন হ্যাগের দল। সেই ধাক্কা সামলে ওঠার আগেই ফের নতুন পরীক্ষা কাসেমিরোদের।

Advertisement

আজ, মঙ্গলবার ঘরের মাঠে ম্যান ইউ খেলবে তুরস্কের গালাতাসারে-এর বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে মাঠের বাইরে বিতর্কে বিদ্ধ ব্রাজিলীয় মিডফিল্ডার অ্যান্টনিকে ফেরানোর কতা জানিয়েছেন টেন হ্যাগ। তিনি সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘‘ও দলের সঙ্গে অনুশীলন করছে। প্রথম একাদশে অ্যান্টনিকে খেলানোর একটা ভাবনা রয়েছে।’’

হতাশ টেন হ্যাগ বলেছেন, ‘‘সাম্প্রতিক সময়ে আমাদের দলের ফল মোটেও আশাব্যঞ্জক নয়। কোচ হিসেবে সেই ব্যর্থতার পর্যালোচনা কর আমাকে রণকৌশল তৈরি করতে হচ্ছে। তবে যারা রয়েছে, তাদের নিয়ে মঙ্গলবারের ম্যাচে আমাদের সেরা ফুটবল খেলার চেষ্টা করতে হবে।’’

Advertisement

সতর্ক বায়ার্ন: ম্যান ইউ-র বিরুদ্ধে ঘরের মাঠে ৪-৩ গোলে জিতলেও এখনও ছন্দে ফিরতে পারেনি বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ কোপেনহেগেন।

কিন্তু বুন্দেশলিগায় গত সপ্তাহে আরবি লাইপজ়িসের বিরুদ্ধে ২-২ ড্র হওয়ায় চিন্তিত বায়ার্ন শিবির। মিডফিল্ডার জোসুয়া কিমিচ বলেছেন, ‘‘আমরা একই ছন্দে পুরো ম্যাচ খেলতে পারছি না। সেটা না কাটালে ভবিষ্যতে বিপদ বাড়তে পারে।’’

ভরসা বেলিংহ্যাম: রিয়াল মাদ্রিদে পা রাখার পরে রীতিমতো আগ্রাসী হয়ে উঠেছেন ইংল্যান্ড তারকা জুড বেলিংহ্যাম। সান্তিয়াগো বের্নাবাউ-য়ে তিনিই এখন সেরা তারকা। তাঁকে সামনে রেখেই রিয়াল মাদ্রিদ খেলবে নাপোলির বিরুদ্ধে।

সোমবার সাংবাদিক বৈঠকে রিয়াল ম্যানেজার কার্লো আনচেলোত্তি তাঁর নতুন অস্ত্রকে নিয়ে বলেছেন, ‘‘জুডকে কিছুই বলে দিতে হয় না। ওকে নিজের মতো খেলার স্বাধীনতা দেওয়া হয়েছে।’’

আজ চ্যাম্পিয়ন্স লিগে: কোপেনহেগেন বনাম বায়ার্ন মিউনিখ, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম গালাতাসারে, নাপোলি বনাম রিয়াল মাদ্রিদ (ম্যাচ শুরু রাত ১২.৩০ থেকে। সোনি টেন স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচার)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন