UEFA Nations League

নেশনস লিগের কোয়ার্টারে অপরাজিত পর্তুগাল, ড্র করে পরের রাউন্ডে ক্রোয়েশিয়াও

নেশনস লিগে ছন্দে রয়েছে পর্তুগাল। একটি ম্যাচেও হারেনি তারা। ছ’টি ম্যাচের মধ্যে চারটি জিতেছে এবং দু’টি ড্র করেছে। ১৪ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১০:২৮
Share:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। —ফাইল চিত্র।

সোমবার রাতে পর্তুগালের বিরুদ্ধে খেলতে নেমেছিল ক্রোয়েশিয়া। সেই ম্যাচ ১-১ গোলে ড্র হয়। গ্রুপে শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে উঠল পর্তুগাল। দ্বিতীয় স্থানে শেষ করল ক্রোয়েশিয়া। তারাও কোয়ার্টার ফাইনালে উঠল।

Advertisement

নেশনস লিগে ছন্দে রয়েছে পর্তুগাল। একটি ম্যাচেও হারেনি তারা। ছ’টি ম্যাচের মধ্যে চারটি জিতেছে এবং দু’টি ড্র করেছে। ১৪ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে তারা। গত ম্যাচে পোল্যান্ডকে পাঁচ গোল দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে যদিও ড্র করেই সন্তুষ্ট থাকতে হল তাঁদের। তাতে যদিও খুব কিছু ক্ষতি হয়নি পর্তুগালের। বরং ম্যাচ ড্র হওয়ায় লাভ হল ক্রোয়েশিয়ার। স্কটল্যান্ডের থেকে এক পয়েন্ট বেশি নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল তারাও। ছ’টি ম্যাচের মধ্যে ক্রোয়েশিয়া দু’টি জিতেছে, দু’টি ড্র করেছে এবং দু’টি হেরেছে। জোয়ায়ো ফেলিক্সের গোলে এগিয়ে গিয়েছিল পর্তুগাল। সেই গোল শোধ করেন ক্রোয়েশিয়ার জোস্কো ভারদিয়োল।

পর্তুগাল, ক্রোয়েশিয়া ছাড়াও কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন। তারা সুইৎজ়ারল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে। সেই গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনলে উঠেছে ডেনমার্কও। ফ্রান্স এবং ইটালিও কোয়ার্টার ফাইনালে উঠেছে। একটি ম্যাচ বাকি থাকলেও জায়গা পাকা জার্মানির। সেই গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে উঠতে পারে নেদারল্যান্ডসও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement