Mauricio Pochettino

PSG: পিএসজি থেকে ছাঁটাই পোচেত্তিনো

২০২১ সালে তাঁর কোচিংয়ে লিল ফরাসি লিগ ওয়ানে চ্যাম্পিয়ন হয়। পিএসজির মালিক চেয়েছিলেন জ়িনেদিন জ়িদানকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২২ ০৬:২৫
Share:

মৌরিসিয়ো পোচেত্তিনো ছবি সংগৃহীত।

প্রত্যাশিত ভাবেই মৌরিসিয়ো পোচেত্তিনোকে ম্যানেজারের পদ থেকে সরিয়ে দিল প্যারিস সাঁ জারমাঁ। তাঁর পরিবর্তে নতুন মরসুমে লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপেদের কোচের দায়িত্বে দেখা যাবে নিসের ম্যানেজার ক্রিস্তোফ গালচে-কে। নতুন কোচের বয়স ৫৫। পিএসজির সঙ্গে তাঁর চুক্তি দু’বছরের। চুক্তিমূল্য প্রায় ৮১ কোটি ৬৩ লক্ষ টাকা।

Advertisement

২০২১ সালে তাঁর কোচিংয়ে লিল ফরাসি লিগ ওয়ানে চ্যাম্পিয়ন হয়। পিএসজির মালিক চেয়েছিলেন জ়িনেদিন জ়িদানকে। কিন্তু প্রাক্তন রিয়াল মাদ্রিদ ম্যানেজার সেই প্রস্তাবে রাজি হননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement