La Liga 2024-25

বেলিংহ্যাম, এমবাপের গোলে জয় রিয়ালের, আরও চাপ বাড়ল শীর্ষে থাকা বার্সার

গোলে ফিরলেন কিলিয়ান এমবাপে। জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ। গেটাফেকে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল রিয়াল। ফলে চাপ আরও বাড়ল শীর্ষে থাকা বার্সেলোনার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ ১২:০১
Share:

গোলের পর উল্লাস কিলিয়ান এমবাপের। লা লিগায় গেটাফের বিরুদ্ধে। ছবি: পিটিআই।

চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করতে পারেননি কিলিয়ান এমবাপে। দলও জেতেনি। লা লিগায় গোলে ফিরলেন এমবাপে। জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ। গোল করলেন জুড বেলিংহ্যামও। গেটাফেকে ২-০ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল রিয়াল। ফলে চাপ আরও বাড়ল শীর্ষে থাকা বার্সেলোনার।

Advertisement

দলের দুই বড় তারকা গোল করায় খুশি রিয়ালের কোচ কার্লো আনচেলোত্তি। খেলা শেষে তিনি বলেন, “এমবাপে খুব ভাল খেলেছে। ও বার বার গোল করার চেষ্টা করছিল। ওকে ভয়ঙ্কর দেখাচ্ছিল। কয়েকটা সুযোগ তৈরি করেছিল। গোলও করেছে। এই এমবাপেকেই আমরা দেখতে চাই। বেলিংহ্যামও এই ম্যাচে ভাল খেলেছে।”

ভিনিসিয়াস না থাকায় এই ম্যাচে নিজের পছন্দের জায়গায় খেলার সুযোগ পান এমবাপে। তা কাজে লাগান তিনি। এই ম্যাচ দেখিয়ে দিল, মাঝমাঠের তুলনায় বাঁ প্রান্তে তাঁকে কাজে লাগালে ভাল করবেন আনচেলোত্তি। এখন দেখার, ভিনিসিয়াস ফিরে এলে আবার এমবাপে মাঝে চলে যান কি না।

Advertisement

খেলার ৩০ মিনিটের মাথায় রুডিগারকে ফাউল করায় পেনাল্টি পায় রিয়াল। লিভারপুলের বিরুদ্ধে পেনাল্টি ফস্কেছিলেন এমবাপে। এই ম্যাচে তাই বেলিংহ্যাম পেনাল্টি নিতে যান। গোল করেন তিনি। আট মিনিট পরেই বেলিংহ্যামের ক্রস ধরে জোরালো শটে গোল করেন এমবাপে। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে কোনও গোল না হলেও জিততে সমস্যা হয়নি তাদের।

লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে বার্সা। কিন্তু শেষ তিন ম্যাচে দুই হার ও এক ড্রয়ের ফলে আট পয়েন্ট নষ্ট করেছে তারা। ১৫ ম্যাচে বার্সার পয়েন্ট ৩৪। ১৪ ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৩। গেটাফেকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। পরের ম্যাচ জিতলেই বার্সাকে টপকে শীর্ষে উঠবে মাদ্রিদের ক্লাব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement