Madrid derby

চিরশত্রু আতলেতিকোর কাছে পাঁচ গোল খেল রিয়াল মাদ্রিদ, ইপিএলে প্রথম হার লিভারপুলের, হেরে গেল ম্যান ইউও

রিয়াল মাদ্রিদ চলতি মরসুমে স্পেনের লিগে প্রথম ছ’টি ম্যাচই জিতেছিল। তারাই সপ্তম ম্যাচে চিরশত্রু তথা প্রতিবেশী আতলেতিকোর সামনে খড়কুটোর মতো উড়ে গেল। অন্য দিকে, ইপিএলে এ মরসুমে প্রথম বার হারল লিভারপুলও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১৫
Share:

আতলেতিকো মাদ্রিদের ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স।

‘মাদ্রিদ ডার্বি’ শেষ কবে এত একপেশে হয়েছে তা অনেকেই মনে করতে পারছেন না। যে রিয়াল মাদ্রিদ চলতি মরসুমে স্পেনের লিগে প্রথম ছ’টি ম্যাচই জিতেছিল, তারাই সপ্তম ম্যাচে চিরশত্রু তথা প্রতিবেশী আতলেতিকোর সামনে খড়কুটোর মতো উড়ে গেল। আতলেতিকো জিতল ৫-২ গোলে। অন্য দিকে, ইপিএলে এ মরসুমে প্রথম বার হারল লিভারপুলও। দুর্বল ব্রেন্টফোর্ডের কাছে হেরে চাপ আরও বাড়ল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের।

Advertisement

আতলেতিকোর জয়ে জোড়া গোল করে নায়ক জুলিয়ান আলভারেজ়‌। একটি করে গোল করেছেন রবিন লে নরমান্ড, আলেকজ়ান্ডার সরলথ এবং আঁতোয়া গ্রিজম্যান। ঘরোয়া লিগে প্রথম বার কোচ হিসাবে হারলেন জ়াবি আলোন্সো। সাত ম্যাচে রিয়ালের পয়েন্ট ১৮। পরের ম্যাচে বার্সেলোনা জিতলেই টপকে যাবে তাদের। আতলেতিকোর সাত ম্যাচে ১২ পয়েন্ট।

গত বছর চ্যাম্পিয়ন্স লিগে আলভারেজ়ের ভুলেই রিয়ালের কাছে হেরেছিল আতলেতিকো। তারই যেন প্রতিশোধ নিলেন আর্জেন্টিনীয় ফুটবলার। আতলেতিকোর কোচ দিয়েগো সিমিয়োনের ছেলে জিউলিয়ানোর ক্রসে গোল করে দলকে এগিয়ে দেন নরমান্ড। আর্দা গুলেরের পাস থেকে সমতা ফেরান কিলিয়ান এমবাপে। দ্বিতীয় গোল করে রিয়ালকে এগিয়ে দেন গুলেরই। প্রথমার্ধেই সমতা ফেরান আতলেতিকোর সরলথ।

Advertisement

দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে আতলেতিকোকে এগিয়ে দেন আলভারেজ়‌। কিছু ক্ষণ পরে ফ্রিকিক থেকে আবার গোল করেন তিনি। সংযুক্তি সময়ে পঞ্চম গোল করেন পরিবর্ত হিসাবে নামা গ্রিজ়ম্যান।

রিয়ালের মতো লিভারপুলও ঘরোয়া লিগে অপরাজিত ছিল। এ দিন তারা অ্যাওয়ে ম্যাচে হেরে গেল ক্রিস্টাল প্যালেসের কাছে। এই দলের কাছেই তারা হেরেছিল কমিউনিটি শিল্ড ফাইনালে। এ দিন ৯ মিনিটে প্যালেসকে এগিয়ে দেন ইসমাইলা সার। খেলা শেষের তিন মিনিট বাকি থাকতে সমতা ফেরান ফেদেরিকো চিয়েসা। সংযুক্তি সময়ের শেষ মিনিটে গোল করে প্যালেসকে জেতান এডি এনকেতিয়া।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ১-৩ গোলে হেরেছে ব্রেন্টফোর্ডের কাছে। ২০ মিনিটের মধ্যেই ব্রাজিলীয় ইগর থিয়াগোর জোড়া গোলে ০-২ পিছিয়ে পড়ে ম্যান ইউ। এক গোল শোধ করেন বেঞ্জামিন সেসকো। দ্বিতীয়ার্ধে ব্রুনো ফের্নান্দেসের পেনাল্টি বাঁচিয়ে দেন ব্রেন্টফোর্ডের গোলকিপার। সংযুক্তি সময়ে ব্রেন্টফোর্ডের তৃতীয় গোল করেন মাথিয়াস জেনসেন।

বড় ব্যবধানে জিতেছে ম্যাঞ্চেস্টার সিটি। বার্নলেকে ৫-১ গোলে হারিয়েছে তারা জোড়া গোল করেছেন আর্লিং হালান্ড। এ ছাড়া, জোড়া আত্মঘাতী গোল করেছেন বার্নলের ম্যাক্সিম এস্তেভ। একটি গোল মাথিয়াস নুনেসের।

চেলসি ১-৩ হেরেছে ব্রাইটনের কাছে। এঞ্জো ফের্নান্দেসের গোলে এগিয়ে গিয়েছিল তারা। ৫৩ মিনিটে ট্রেভর চলোবাহ লাল কার্ড দেখেন। তার পর শাসন করে ব্রাইটন। জোড়া গোল করেন ড্যানি ওয়েলবেক। একটি গোল ম্যাক্সিম ডি কুইপারের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement