Rúben Amorim

১৪ মাসেই ছাঁটাই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ, ক্লাবের বিরুদ্ধে আওয়াজ তুলে বরখাস্ত আমোরিম

রুবেন আমোরিমকে ছাঁটাই করে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ক্লাবের বিরুদ্ধে বিদ্রোহী হওয়ার কারণে ছাঁটাই হতে হল পর্তুগিজ় কোচকে। চেলসির পর নতুন বছরে আরও এক কোচের চাকরি গেল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ১৭:২২
Share:

রুবেন আমোরিম। ছবি: রয়টার্স।

রুবেন আমোরিমকে ছাঁটাই করে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ক্লাবের বিরুদ্ধে বিদ্রোহী হওয়ার কারণে ছাঁটাই হতে হল পর্তুগিজ় কোচকে। লিডস ইউনাইটেডের বিরুদ্ধে ড্রয়ের পর ক্লাবের বিরুদ্ধে কথা বলেছিলেন কোচ। সে কারণেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। আপাতত সিনিয়র দলের দায়িত্ব নেবেন অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচার। নতুন বছরে চেলসির পর ইপিএলের আরও একটি দলের কোচের চাকরি গেল।

Advertisement

২০২৪-এর নভেম্বরে স্পোর্টিং লিসবন থেকে ম্যান ইউয়ের কোচ হয়েছিলেন তিনি। তবে দলের সাম্প্রতিক খারাপ ফর্ম এবং খেলানোর ছক নিয়ে একগুঁয়েমির কারণে ছাঁটাই হতে হল আমোরিমকে। কোচকে নিয়ে একেবারেই খুশি ছিলেন না দলের মালিক জিম র‌্যাটক্লিফ। অতীতে আমোরিমের সঙ্গে বৈঠক করে তাঁকে বুঝিয়েওছিলেন। কিছুতেই লাভ হয়নি।

লিডসের কাছে হারের পর আমোরিম জানিয়েছিলেন, তিনি ক্লাবের তরফে বিশ্বাসঘাতকতার শিকার। বলেছিলেন, “আমি এখানে ম্যাঞ্চেস্টারের ম্যানেজার হিসাবে এসেছি। হেড কোচ হিসাবে আসিনি। আমার কাজ ১৮ মাস পরেই শেষ হয়ে যাবে। তার পর সব আগের মতোই এগিয়ে যাবে। যদি বোর্ড মনে করে তা হলে আমাকে বদলে দিতে পারে। আমি নিজে থেকে দায়িত্ব ছাড়ছি না।”

Advertisement

গত মরসুমে পয়েন্ট তালিকায় ১৫তম স্থানে শেষ করেছিল ম্যান ইউ। ১৯৭৩-৭৪ সালের পর সবচেয়ে কম, মাত্র ৪২ পয়েন্ট পেয়েছিল। এফএ কাপের পঞ্চম রাউন্ডে, লিগ কাপের কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছিল। ইউরোপা লিগের ফাইনালে উঠেও হারতে হয়েছিল। ২০২১-২২ মরসুমের পর ট্রফি ছাড়াই আরও একটা মরসুম কাটাতে হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement