Indian Super League Future

ডিসেম্বরে আইএসএল? খুঁজতে হবে নতুন আয়োজক, কল্যাণহীন ফেডারেশন হলে আবার দায়িত্ব নিতে পারে অম্বানীর এফএসডিএল

আইএসএলের ভবিষ্যৎ নিয়ে জট আরও খানিকটা কাটল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ছিল শুনানি। পরের সপ্তাহে এই মামলার রায় ঘোষণা হতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৫ ১৮:৪২
Share:

কল্যাণ চৌবে। —ফাইল চিত্র।

আইএসএল কবে হবে? হলেও কি এফএসডিএল আয়োজক হিসাবে থাকবে? এই প্রশ্নের জবাব পেতেই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শুনানিতে নজর ছিল ভারতীয় ফুটবলের। আপাতত আইএসএলের ভবিষ্যৎ নিয়ে জট আরও খানিকটা কাটল। ডিসেম্বরে হতে পারে এই প্রতিযোগিতা। আগামী সপ্তাহে এই মামলার রায় ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট।

Advertisement

আইএসএল-এর আয়োজক এফএসডিএল আপাতত তাদের স্বত্ব ছেড়ে দিতে রাজি হয়েছে। তারা ভারতীয় ফুটবল সংস্থাকে বকেয়া ১২ কোটি ৫০ লক্ষ টাকা দ্রুত মিটিয়ে দেবে। এর পর নতুন আয়োজক খুঁজতে হবে সর্বভারতীয় ফুটবল সংস্থাকে।

আদালতে এফএসডিএল জানিয়েছে, আইএসএল বাবদ ফেডারেশনকে বছরে ৫০ কোটি টাকা করে দেয় এফএসডিএল। চারটি কিস্তিতে দেওয়া হয় টাকা। শেষ কিস্তির টাকা বাকি রয়েছে। সেই টাকা দ্রুত মিটিয়ে দেবে তারা। এর পর নিজেদের স্বত্ব ফিরিয়ে দিতে রাজি তারা।

Advertisement

এই পরিস্থিতিতে অক্টোবরে নতুন দরপত্র দেবে ভারতীয় ফুটবল সংস্থা। শুধু ভারতীয় নয়, বিদেশের কোনও সংস্থাও তাতে আগ্রহ দেখাতে পারে। ১৫ অক্টোবরের মধ্যে এই প্রক্রিয়া হবে। তার পরে নতুন আয়োজকের হাতে দায়িত্ব তুলে দেবে ফেডারেশন।

জানা গেল, এফএসডিএল বেশ ভাল ভাবেই চাইছে আইএসএল-এর দায়িত্ব তাদের হাতে থাকুক। কিন্তু কোনও ভাবেই তারা ফেডারেশনের বর্তমান সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে কাজ করতে রাজি নয়। এফএসডিএল মনে করছে, ফেডারেশনের নতুন কমিটিতে কোনও ভাবেই আর কল্যাণ থাকবেন না। কল্যাণহীন নতুন কমিটি তৈরি হয়ে গেলে তারা পুরোদমে আইএসএল আয়োজনের জন্য ঝাঁপাবে।

একটি সূত্রে পাওয়া খবরে জানা গেল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও এআইএফএফ-এর প্রাক্তন স‌ভাপতি প্রফুল্ল পটেল আবার ফেডারেশনের রাশ নিজের হাতে নিতে চাইছেন। আইএসএল-এর আয়োজক এফএসডিএল-এর কর্ণধার অম্বানীদের সঙ্গে প্রফুল্লের সম্পর্ক অত্যন্ত ভাল। এফএসডিএল চাইছে, প্রফুল্ল শিবির আবার ফেডারেশনের ক্ষমতায় আসুক। তখন তারাই আবার মনের সুখে আইএসএল আয়োজন করবে।

যে সংস্থা আইএসএলের নতুন আয়োজক হবে, তাদের ডিসেম্বরের মধ্যে প্রতিযোগিতা শুরু করতে হবে। প্রতিযোগিতা ঘিরে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ওড়িশা এফসি, চেন্নাইয়িন এফসি, বেঙ্গালুরু এফসির মতো ক্লাবগুলি ফুটবলার, কর্মীদের বেতন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিস্থিতিতে ক্লাবগুলিকে আইএসএল নিয়ে দ্রুত সদর্থক বার্তা দিতে চাইছেন ফেডারেশন কর্তারা। এফএসডিএলের সঙ্গে ফেডারেশনের চুক্তি শেষ হচ্ছে ৮ ডিসেম্বর। তার পরেই নতুন চুক্তি করে আইএসএল শুরু করার কথা ভাবছে ফেডারেশন।

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো গত সোমবার বৈঠকে বসেছিল দু’পক্ষ। প্রাথমিক আলোচনায় ভারতীয় ফুটবলের স্বার্থে ইতিবাচক পদক্ষেপ করতে রাজি হয়েছে উভয় পক্ষ। মৌখিক একটি প্রস্তাবে সহমত হয়েছেন তাঁরা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সেই যৌথ প্রস্তাব জমা দেওয়া হয়। সেখানেই বকেয়া কিস্তি থেকে শুরু করে ডিসেম্বরে আইএসএল শুরু করার প্রস্তাব দেওয়া হয়। তার পরেই শুনানিতে জট অনেকটা কেটেছে। এখন দেখার আগামী সপ্তাহে রায়ে কী জানায় দেশের সর্বোচ্চ আদালত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement