মোহনবাগানের অনূর্ধ্ব-১৩ দলের ফুটবলারেরা। ছবি: সংগৃহীত।
কলকাতা ডার্বিতে দাপট দেখাচ্ছে মোহনবাগান। ছোটদের খেলাই হোক, বা আইএসএল, একের পর এক ম্যাচ জিতছে তারা। ইস্টবেঙ্গলের পর এ বার মহমেডান স্পোর্টিংকেও হারিয়েছে মোহনবাগান। অনূর্ধ্ব-১৩ সাব জুনিয়র লিগের ম্যাচে সাদা-কালো ব্রিগেডকে ১১-০ গোলে উড়িয়ে দিয়েছে সবুজ-মেরুন।
বুধবার বাঁশবেড়িয়া কিশোর সঙ্ঘের মাঠে মহমেডানকে দাঁড়াতে দেয়নি মোহনবাগান। প্রথমার্ধেই হয় ছ’টি গোল। বাকি পাঁচটি গোল আসে দ্বিতীয়ার্ধে। মোহনবাগানের মোট ন’জন ফুটবলার গোল করেছে। নীরব রায় ও রাজ মুদি করেছে জোড়া গোল। সিধু সোরেন, অনুব্রত বাউল দাস, কার্তিক হেমব্রম, সৈয়দ বশির আনোয়ার, জিয়ন হাঁসদা, সাগ্নিক কুন্ডু ও অর্চিষ্মান পাল একটি করে গোল করেছে।
এই লিগে প্রথম ম্যাচে সাগ্নিকের করা গোলে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল মোহনবাগান। দ্বিতীয় ম্যাচে অবশ্য সাগ্নিক একা নয়, আরও আট ফুটবলার গোল করল। পর পর দুই ম্যাচ জিতে অনূর্ধ্ব-১৩ সাব জুনিয়র লিগের পয়েন্টে তালিকার শীর্ষে মোহনবাগান।
এই মরসুমে প্রতিপক্ষ দুই প্রধানের বিরুদ্ধে ডার্বিতে দাপট দেখিয়েছে মোহনবাগান। সিনিয়র ও জুনিয়র মিলিয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ১২টি ম্যাচ খেলেছে বাগান। জিতেছে ন’টি ম্যাচ। দু’টি ম্যাচ ড্র হয়েছে। একটি মাত্র ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল। মহমেডানের বিরুদ্ধেও একই ছবি। আইএসএলে ইস্টবেঙ্গল ও মহমেডানকে দু’টি লেগেই হারিয়েছে সবুজ-মেরুন।