Liverpool vs Everton

চার গোল, চার লাল কার্ড, উত্তপ্ত ডার্বিতে আটকে গেল লিভারপুল, চ্যাম্পিয়ন্স লিগে হার মিলানের

গোটা ম্যাচ চারটি গোল হল। সঙ্গে চারটি লাল কার্ড। প্রথম থেকে শেষ মিনিট পর্যন্ত উত্তপ্ত থাকল ম্যাচ। শেষ পর্যন্ত সংযুক্তি সময়ের গোলে লিভারপুলকে ঘরের মাঠে আটকে দিল এভার্টন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৬
Share:

লিভারপুল-এভার্টন খেলোয়াড়দের ঝামেলার মুহূর্ত। ছবি: রয়টার্স।

গোটা ম্যাচে চারটি গোল হল। সঙ্গে চারটি লাল কার্ড। প্রথম থেকে শেষ মিনিট পর্যন্ত উত্তপ্ত থাকল ম্যাচ। শেষ পর্যন্ত সংযুক্তি সময়ের গোলে লিভারপুলকে ঘরের মাঠে আটকে দিল এভার্টন। অন্য দিকে, চ্যাম্পিয়ন্স লিগে গোলকিপারের ভুলে হেরে গিয়েছে এসি মিলান।

Advertisement

ইংল্যান্ডের মার্সি নদীর ধারে দুই পড়শি দল এভার্টন এবং লিভারপুল। তাই এই ডার্বিকে ‘মার্সিসাইড ডার্বি’ বলা হয়। বহু যুগ ধরেই এই ম্যাচ ঘিরে উত্তেজনা চরমে থাকে। সাম্প্রতিক কালে অবশ্য লিভারপুলের একাধিপত্য ছিল এই ম্যাচে। তবে গুডিসন পার্কে শেষ মার্সিসাইড ডার্বি ড্র করে স্মরণীয় করে রাখল এভার্টন। পরের মরসুম থেকে তারা খেলবে ব্রামলে মুর ডক স্টেডিয়ামে।

এভার্টনের আবদুলায়ে ডৌকুরে, লিভারপুলের কার্টিস জোন্স, কোচ আর্নে স্লট এবং সহকারী সিপকে হুলশফ লাল কার্ড দেখেছেন। সংযুক্তি সময়ে গোল দেওয়ার পর এভার্টনের খেলোয়াড়েরা উচ্ছ্বাস প্রকাশ করেন লিভারপুলের ডাগআউটের সামনে এসে। সেখান থেকেই ঝামেলার সূত্রপাত।

Advertisement

বেটোর গোলে এগিয়ে গিয়েছিল এভার্টন। শোধ করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। লিভারপুলকে এগিয়ে দেন মহম্মদ সালাহ। শেষ মুহূর্তে সমতা ফেরান জেমস তারকোস্কি।

এ দিকে, চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে গোলকিপার মাইক মাইগনানের ভুলে ফেনুর্ডের কাছে ০-১ গোলে হেরে গিয়েছে এসি মিলান। বেনফিকা ১-০ গোলে জিতেছে ১০ জনের মোনাকোর বিরুদ্ধে। ক্লাব ব্রুজ় ২-১ জিতেছে আটালান্টার বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement