ফিফা বিশ্বকাপের ট্রফি। — ফাইল চিত্র।
লাতিন আমেরিকা থেকে তিনটি দেশ আগেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছিল। আরও তিনটি দেশ বৃহস্পতিবার রাতে যোগ্যতা অর্জন করল। তারা হল উরুগুয়ে, কলম্বিয়া এবং প্যারাগুয়ে। ফলে আয়োজক তিনটি দেশকে নিয়ে মোট ১৬টি দেশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলল।
উরুগুয়ে ৩-০ গোলে হারিয়েছে পেরুকে। উরুগুয়ের দায়িত্বে এখন রয়েছেন মার্সেলো বিয়েলসা। তিনি আসার পর থেকেই উত্থান হচ্ছে লাতিন আমেরিকার এই দেশটির। বৃহস্পতিবার মন্টেভিডিয়োর সেন্টেনারি স্টেডিয়ামে ১৪ মিনিটে উরুগুয়েকে এগিয়ে দেন রদ্রিগো আগুইরে। জর্জিয়ো দে আরাস্কেতা ব্যবধান বাড়ান। তৃতীয় গোল করেন ফেদেরিকো ভিনাস।
কলম্বিয়াও ৩-০ ব্যবধানে হারিয়েছে বলিভিয়াকে। জেমস রদ্রিগেস প্রথম গোল করেন। দ্বিতীয় গোল জন কর্দোবার। তৃতীয় গোল করে কলম্বিয়ার জয় নিশ্চিত করেন জুয়ান ফার্নান্দো কুইন্তেরো। বিশ্বকাপের টিকিট পেতে প্যারাগুয়ের এক পয়েন্ট দরকার ছিল। ইকুয়েডরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে সেই কাজ করে ফেলে তারা। এখন লাতিন আমেরিকা থেকে আরও একটি দেশ আন্তর্মহাদেশীয় প্লে-অফ জিতে বিশ্বকাপ খেলতে পারে।
বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ১৬টি দেশ হল: আমেরিকা, মেক্সিকো, কানাডা, জাপান, ইরান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, উজ়বেকিস্তান, অস্ট্রেলিয়া, নিউ জ়িল্যান্ড, আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর, উরুগুয়ে, কলম্বিয়া এবং প্যারাগুয়ে।